চবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন

প্রথম প্রকাশঃ এপ্রিল ২৬, ২০১৭ সময়ঃ ৫:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৯ অপরাহ্ণ

মিনহাজ তুহিন, চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফজলে রাব্বীর নেতৃত্বে মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক ফজল হাবীব বালিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সদস্য জান্নাতুল মাওয়া মুমু এবং আবিদ খন্দকারসহ আরও অনেকে।

বক্তারা ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে অবিলম্বে তা পূরণ করার জন্য প্রসাশনের প্রতি আহ্বান জনান।

দাবিগুলো হলো:

১. শাটল ট্রেনে বগি বাড়ানো ও ছাত্রাবাস চালু করা।
২. নবনির্মিত আবাসিক হল চালু করা এবং মেধার ভিত্তিতে দ্রুত আসন বরাদ্দ দেওয়া।
৩. ক্যান্টিন, ডাইনিং, চাকসুতে খাবারের মান বাড়ানো এবং দাম কমানো।
৪. UGC এর কৌশল পত্র বাতিল করা এবং গবেষণায় বরাদ্দ বাড়ানো।
৫. অবিলম্বে চাকসু নির্বাচন দেওয়া।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G