ছাত্রদল কর্মী হত্যাঃ ৩ জনের মৃত্যুদণ্ড

প্রকাশঃ মে ২৫, ২০১৬ সময়ঃ ৩:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

death-penalty-in-Africa

নীলফামারীর ডোমার উপজেলায় ছাত্রদলকর্মী রাকিবুল হাসান পাপ্পু হত্যা মামলায় আদালত ৩ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। আজ দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. মাহবুবুল আলম এ দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কামরুজ্জামান সেবু রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলার অন্য দুই আসামি সিরাজুল ইসলাম নাদের ও বুদ্ধদেব রায় পলাতক।

অতিরিক্ত দায়রা জজ আদালতের  সরকারপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আজিজুল ইসলাম জানান, ডোমারের চিকনমাটি এলাকার বেলাল হোসেনের ছেলে রাকিবুল হাসান পাপ্পু ২০১৩ সালের ১৭ জুলাই সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে ডোমার থেকে জোড়াবাড়ী যাচ্ছিলেন। পথে বটতলী এলাকায় তাঁকে ছুরিকাঘাত করে গলা কেটে হত্যা করা হয়। এরপর হত্যাকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহত পাপ্পুর চাচা মকদুমুল হক চান্নু বাদী হয়ে ঘটনার পরের দিন ডোমার থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা ডোমার থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর সিদ্দিকী তিনজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক আজ মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
20G