জাবিতে মুক্তিযুদ্ধ আর্ট ক্যাম্প ও স্মারক প্রর্দশনীর উদ্বোধন

প্রথম প্রকাশঃ মার্চ ২৬, ২০১৭ সময়ঃ ১:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩০ পূর্বাহ্ণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাব) ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে সপ্তাহব্যাপী ‘মুক্তি সংগ্রাম নাট্য উৎসব’এর অংশ হিসেবে র্আট ক্যাম্প ও স্মারক প্রর্দশনীর উদ্বোধন করা হয়।

শনিবার সকাল দশটায় ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। 

উপার্চায অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতথি হিসেবে এ প্রর্দশনীর উদ্বোধন করনে। উদ্বোধনী ভাষণে উপাচার্য বলেন, বাংলাদেশের মুক্তি সংগ্রামে রাজনৈতিক নেতা কর্মীদের পাশাপাশি কৃষক শ্রমিক শিল্পী সাহিত্যিকি কলা-কুশলীদের অবদান রয়েছে।

এ সময় শিল্পী সমর জিৎ রায় চৌধুরী, ভাস্কর হামিদুজ্জামান, বীরেন সোম, দুলাল চন্দ্র গায়েন, আইভি জামান, গোপাল চন্দ্র ত্রিবেদী, চঞ্চল চৌধুরী, ড. আজহারুল ইসলাম সহ তরুণ প্রজন্মের শিল্পী ও কলা-কুশলীগণ উপস্থিত ছিলেন।

শনিবার বিকেলে সাড়ে চারটায় কেন্দ্রীয় খেরার মাঠে ‘মুক্তির আলোয় আলোকিত করি ভুবন’ শিরোনামে এ উৎসব উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি, বীর প্রতীক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ড. মহিউদ্দিন খান আলমগীর, এম.পি, ডা. দীপু মনি এম.পি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এম.প, সিমিন হোসেন রুমি ; এম.পি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, সরকারি র্কম কমশিনরে চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, সরকারি র্কম কর্মকমিশনের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ।

উৎসবরে অন্যান্য দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবনে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মলে হক। উৎসবে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫৪ জন বশিষ্টি ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপার্চায অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G