WordPress database error: [Disk full (/tmp/#sql_1df056_0.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device")]
SELECT COLUMN_NAME FROM INFORMATION_SCHEMA.COLUMNS WHERE table_name = 'sdsaw42_hsa_plugin' AND column_name = 'hsa_options'


Warning: mysqli_num_fields() expects parameter 1 to be mysqli_result, bool given in /var/www/vhosts/protikhon.com/httpdocs/wp-includes/wp-db.php on line 3547

WordPress database error: [Duplicate column name 'hsa_options']
ALTER TABLE sdsaw42_hsa_plugin ADD hsa_options VARCHAR(2000) NOT NULL DEFAULT ''

জিটিভির বিজ্ঞাপন ছাড়া ঈদ আয়োজন জিটিভির বিজ্ঞাপন ছাড়া ঈদ আয়োজন

জিটিভির বিজ্ঞাপন ছাড়া ঈদ আয়োজন

প্রথম প্রকাশঃ জুন ২৪, ২০১৬ সময়ঃ ৩:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

2016_06_24_14_20_52_TV7rWEUwwfoSvRT75RpRkBJWp1pgsl_original

গত ঈদ উল আজহার ধারাবাহিকতায় এবারের ঈদেও বিজ্ঞাপন বিরতিহীন ঈদ আয়োজন নিয়ে আসছে গাজী টিভি (জিটিভি)। এ আয়োজনের নাম রাখা হয়েছে ‘ব্রেক ফ্রি ঈদ ফেস্ট: স্বপ্নের আয়োজন, বিরতিহীন বিনোদন’। তবে এবার দেশের সর্বপ্রথম কোন চ্যানেল হিসেবে ঈদের সাত দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত সকল অনুষ্ঠান বিজ্ঞাপন বিরতিহীন প্রচার করবে চ্যানেলটি। যা হবে বাংলাদেশের টেলিভিশন সম্প্রচার ইতিহাসে একটি মাইলফলক।

গত বছর কুরবানির ঈদে সর্বপ্রথম রাত্রিকালীন সকল অনুঠান বিরতিহীনভাবে সম্প্রচার করে জিটিভি। সেই সফলতাকে আরও একধাপ এগিয়ে নিতে, ধারাবাহিকভাবে এবারের ঈদ-উল-ফিতরের সকল নাটক, টেলিছবি, ছায়াছবি ও বিনোদনমূলক অনুষ্ঠানের মধ্যে কোন বিজ্ঞাপন বিরতি রাখবে না চ্যানেলটি।

শুধু তাই নয়, দর্শকদের শ্রেণী বিবেচনায় হলিউডের এনিমেটেড ও ব্লকবাস্টার সিনেমা আয়োজন: ‘কিডস্ সিনে ফেস্ট’ যাতে ‘আইস এইজে’র মত দুনিয়া কাঁপানো ছবি দেখানো হবে।

একাধিক ফেষ্টের সমন্বয়ে এবারের ঈদ আয়োজন সাজিয়েছে জিটিভি। এর মধ্যে নাটককে সাজিয়েছে ৩টি ক্যাটাগরিতে- রোমান্টিক সব একক নাটক নিয়ে চ্যানেলটি প্রচার করবে : ‘রোমান্টিক ফেস্ট’, মোশাররফ করিমের ৭টি কমেডি নাটক নিয়ে: ‘কমেডি ফেস্ট’ এবং ৭টি অঞ্চলের ভাষায় নির্মিত নাটক নিয়ে ‘আঞ্চলিক ফেষ্ট’ যাতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালি, বরিশাল, পাবনা এবং খুলনার আঞ্চলিক ভাষায় নির্মিত নাটক প্রচারিত হবে। এছাড়াও মোশাররফ করিমের একটি ধারাবাহিক নাটক থাকবে।

অন্যদিকে ব্যতিক্রমী আয়োজনের মধ্যে রয়েছে ‘আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেষ্ট’। এতে বিজয়ী শর্ট ফিল্ম নিয়ে এই আয়োজনে বাংলাদেশ, ইরান, কোরিয়া, ভারত, ফ্রান্স, ইতালিসহ বিভিন্ন দেশের শর্ট-ফিল্ম টিভিতে দেখতে পাবেন দর্শক।

বিরতিহীন ঈদ আয়োজনে আরও থাকছে- ‘টেলিফিল্ম ফেষ্ট’, দেশের জনপ্রিয় সব সেলিব্রেটিদের নিয়ে ‘সেলিব্রেটি ফেষ্ট’। সামিয়া আফরিনের উপস্থাপনায়  এই ফেষ্টে অংশগ্রহণ করবেন ক্রিকেটার তামিম ইকবাল ও আয়েশা দম্পত্তি, তাসকিন আহমেদ, আল আমিন, অপি করিম, তারিন, শমী কায়সার, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, অমিতাভ রেজা প্রমুখ।

ছায়াছবির দর্শকদের কথা বিবেচনায় প্রতিদিন তিনটি করে ছায়াছবি : ৭টি রোমান্টিক বাংলা ছায়াছবি নিয়ে ‘রোমান্টিক সিনে ফেষ্ট’, আরও ৭টি জনপ্রিয় বাংলা ছায়াছবি নিয়ে লেট নাইট সিনে ফেস্ট এবং দুপুরে সাতটি সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবির ‘ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার’ হবে জিটিভিতে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G