তৃতীয়বারের মতো সেন্সর বোর্ডে ‘ধ্বংস মানব’

প্রথম প্রকাশঃ মার্চ ১৮, ২০১৭ সময়ঃ ৮:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

মিজানুর রহমান শামীম পরিচালিত চলচ্চিত্র ‘ধ্বংস মানব’। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ঈতিশা। আরো অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, আলেকজান্ডার বো, আলীরাজ ও রেহানা জলিসহ অনেকে।

ছবিটি নিমার্ণের পর ২০১৫ সালে ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা দেয়া হলে, সেন্সর বোর্ড ছবিটি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে। সেন্সর বোর্ড থেকে জানানো হয় -ছবিটিতে অসঙ্গতিপূর্ণ/ আপত্তিকর দৃশ্য এতো বেশি পরিমাণে রয়েছে যে, কর্তন করেও ছবিটিকে ছাড়পত্র দেয়া সম্ভব হচ্ছে না। এরপর নির্মাতা আপত্তিকর দৃশ্য কর্তন করে পুনরায় সেন্সর বোর্ডে জমা দেন কিন্তু তাতেও মেলেনি সেন্সর বোর্ডের ছাড়পত্র।

সে সময় ছবির পরিচালক শামীম গণমাধ্যমকে বলেন, ছবি জমা দেবার পর সেন্সর কমিটির সিদ্ধান্ত হয় যে, ছবিতে ব্যাপক মারামারি দৃশ্য রয়েছে। তাই সেগুলো প্রয়োজনে আবার শ্যুট করে আমি জমা দিবো। সরকারি আইনের বাইরে যাবো না।

অবশেষে, তৃতীয়বারের মতো আপত্তিকর দৃশ্য কর্তন করে ‘ধ্বংস মানব’ ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে। এ ছবিটি প্রসঙ্গে সেন্সর সূত্র  জানায়, আপত্তিকর দৃশ্যের জন্য সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছিল। এসব আপত্তিকর দৃশ্য কেটে রিভাইজ ভার্সনের জন্য সম্প্রতি ‘ধ্বংস মানব’ সিনেমাটি সেন্সরে জমা দেয়া হয়েছে। সিনেমাটি আবার সেন্সর বোর্ডের সদস্যরা দেখবেন। এবার যদি কোনো দৃশ্য নিয়ে আপত্তি না থাকে তবে ছাড়পত্র প্রদান করা হবে।

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G