বন্যার্তদের ত্রান সাহায্যে নেই কেউ

প্রকাশঃ জুলাই ৩০, ২০১৬ সময়ঃ ৫:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Gaibandha_Flood-1-550x341

জেলার মাদারীপুরের শিবচর উপজেলায়  পদ্মার পানি বিপৎসীমার ৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পদ্মার চরাঞ্চলের চারটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। কিন্তু এসব এলাকায় এখনো পৌঁছায়নি প্রয়োজনীয় ত্রাণ।

খোঁজ নিয়ে জানা যায়, পানিবন্দি ও নদী ভাঙনের শিকার এসব ইউনিয়নের বেশির ভাগ ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। এসব এলাকার ফসলি মাঠ, টিউবওয়েল, স্কুলেও পানি ঢুকে পড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট।

একদিকে বন্যার পানি আরেকদিকে পদ্মার ভাঙনে আক্রান্ত হয়ে দুর্ভোগ পোহাচ্ছে চরজানাজাত ইউনিয়নের লোকজন। এই ইউনিয়নের তিনটি ওয়ার্ড ছাড়াও একই উপজেলার আড়িয়াল খাঁ নদের ভাঙনে আক্রান্ত হয়েছে সন্ন্যাসীরচর ইউনিয়ন। এ পর্যন্ত এই দুই ইউনিয়নের শতাধিক পরিবার নদী ভাঙনে গৃহহীন হয়ে পড়েছে। এ ছাড়া মাদবরের চর ও কাঁঠালবাড়ী এলাকাতেও বন্যার পানি ঢুকে বেশ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পায়নি ক্ষতিগ্রস্ত লোকজন। 

গতকাল শুক্রবার বিকেলে নদীভাঙনের শিকার সন্ন্যাসীরচর  পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান আহমেদ। তিনি ক্ষতিগ্রস্তদের মধ্যে দ্রুত ত্রাণ সরবরাহের আশ্বাস দেন। তথ্যসূত্রঃ এনটিভি অনলাইন

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
20G