বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনে যাওয়া সহজ নয়

প্রকাশঃ এপ্রিল ২২, ২০১৭ সময়ঃ ৫:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২২ অপরাহ্ণ

বিএনপি ছাড়া নির্বাচনে যাওয়া আওয়ামী লীগের পক্ষে সহজ হবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাজার হাজার নেতাকর্মীকে জেলে রেখে নির্বাচনে যাওয়া বিএনপির জন্য সম্ভব নয় বলেও জানান তিনি।

আজ শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটির নেতারা শুভেচ্ছা জানাতে গেলে মির্জা ফখরুল উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় নবীন-প্রবীণদের সমন্বয়ে গঠিত ওই কমিটি আগামীতে আন্দোলন-সংগ্রাম সফল করতে ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপিকে বাদ দিয়ে যদি তারা (আওয়ামী লীগ) নির্বাচন করতে চায় করুক না। এত সোজা না তো, বিএনপি দ্য লারজেস্ট পলিটিক্যাল পার্টি ইন দিস কান্ট্রি (বিএনপি দেশের বৃহত্তর রাজনৈতিক দল)। এই পলিটিক্যাল পার্টিকে বাদ দিয়ে একটা নির্বাচন তারা করেছে, যে নির্বাচনের তারা কোনো লেজিটিমিসি (বৈধ্যতা) পায়নি।’

মির্জা ফখরুল বলেন, ‘হাজার হাজার নেতাকর্মী আমাদের এখন জেলে রয়েছে, অসংখ্য মামলা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের মতো একটা রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনে যাওয়া তো কোনোমতেই সম্ভব না। আমরা নির্বাচনে তখনই যাব, যখন আমরা দেখব যে নির্বাচনে যাওয়ার জন্য ক্ষেত্র প্রস্তুত হয়েছে।’

নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে কাজ করছে বিএনপি, খুব শিগগিরই এর রূপরেখা ঘোষণা করা হবে জানিয়ে ফখরুল বলেন, ‘নির্বাচনের সময়ে নিরপেক্ষ সরকারের জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে বড়। নির্বাচনের সময়ে নিরপেক্ষ সহায়ক সরকার হতে হবে।’

বন্যাকবলিত হাওর অঞ্চল নিয়ে সরকার অবহেলা করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘মানুষ খুব কষ্টে আছে। এটাকে দুর্গত অঞ্চল ঘোষণা করে আগামী ফসল ওঠা পর্যন্ত তাদের ব্যবস্থা করা, ত্রাণসহায়তা দেওয়া। একই সঙ্গে ফসলের জন্য তাদের অগ্রিম ঋণ দেওয়া। যেহেতু তারা গণবিচ্ছিন্ন, এ জন্য জনগণের দায়টা তারা (সরকার) দায় মনে করে না।’

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
20G