ভারতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন জয়া

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৮ সময়ঃ ১:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৪ অপরাহ্ণ

জয়ার জয়মাল্যে যুক্ত হলো আরেকটি নতুন পুঁথি! প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আসহান।

‘বিসর্জন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্যই ‘সেরা অভিনেত্রী’ বিভাগে পুরস্কার অর্জন করেছেন তিনি।

গতকাল শনিবার ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় কলকাতায় অনুষ্ঠিত এক আয়োজনের মধ্য দিয়ে জয়ার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। তবে এখানেই শেষ নয়, এই আসরে সেরা চলচ্চিত্র হয়েছে জয়া অভিনীত ‘বিসর্জন’ ছবিটিও।

এদিকে একই ছবির জন্য পরিচালক কৌশিক গাঙ্গুলীও সেরা পরিচালক হয়েছেন।

মঞ্চে বক্তব্য রাখছেন জয়া। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জয়া বলেন, ‘পুরস্কার অর্জনের চেয়ে বড় কথা, কলকাতার মানুষের স্বতঃস্ফূর্ত যে ভালোবাসা পেয়েছি, তা আমার জন্য আরও বেশি আনন্দের। বাংলাদেশের মানুষের ভালোবাসার পাশাপাশি ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ারের মতো আসরে সেরা অভিনেত্রী হলাম, এটা অনেক গর্বের একটি বিষয়।’

প্রসঙ্গত ২০১৪ সালে জয়া আহাসান ‘আবর্ত’ ছবির জন্য ফিল্মফেয়ারে প্রথম মনোনয়ন পেয়েছিলেন।

ভারতের প্রভাবশালী ম্যাগাজিন ফিল্মফেয়ার। প্রতিবছর ম্যাগাজিনটি আয়োজন করে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। মর্যাদায় ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পরেই ফিল্মফেয়ারের অবস্থান।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G