মানবতাবিরোধী অপরাধ মামলার আসামীর মৃত্যু

প্রকাশঃ মার্চ ২৮, ২০১৭ সময়ঃ ১১:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৭ পূর্বাহ্ণ

একাত্তরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার বাগেরহাটের আব্দুল আলী মোল্লা (৮০) মারা গেছেন।

সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে তার মৃত্যুর কথা জানা গেছে। বাগেরহাট জেলার কচুয়া থানার উদানখালি গ্রামের বাসিন্দা ছিলেন আব্দুল আলী। ১৯৭১ সালে কচুয়া ও মোড়লগঞ্জে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগসহ সাত ঘটনায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে একটি মামলা চলছে।

কারাসূত্র জানায়, সোমবার সকাল পৌনে ১০টার দিকে আব্দুল আলী মোল্লা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রতিক্ষণ/এডি/রাসু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
20G