মিতব্যয়িতা ও সংযমের অপূর্ব নিদর্শন

প্রকাশঃ জুন ২৮, ২০১৬ সময়ঃ ১০:৩০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ফেসবুকে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তাঁর ফেসবুক পেইজে দেড় লাখেরও বেশি মানুষের লাইক রয়েছে। গত ২৫ জুন ব্যারিস্টার রাজ্জাক ঈদ শপিং এ আমাদের যথেচ্ছ খরচকে ইঙ্গিত করে ইসলামের খলিফা অর্ধ পৃথিবীর শাসক হযরত উমর (রাঃ) মিতব্যয়ী ও সংযমী জীবনযাপনের এক অনন্য নিদর্শন তুলে ধরেছেন এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে।

প্রতিক্ষণের পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো।

Untitled“ঈদ শপিং……

প্রায় অর্ধ পৃথিবীর শাসক হযরত উমর (রাঃ)এর খিলাফতের প্রথম দিকে হযরত আবু উবাইদা (রাঃ) তখন রাষ্ট্রীয় কোষাগার দেখাশুনা করতেন।মানে, রাষ্ট্রীয় কোষাগারের অর্থমন্ত্রী ছিলেন হজরত আবু উবাইদা (রাঃ)।

ঈদের আগের দিন খলীফার স্ত্রী খলিফাকে বললেন,- ‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না
হলেও চলবে। কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে’।
খলীফা বললেন,- ‘আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই!’

পরে খলীফা উমর (রাঃ) হযরত আবু উবাইদাকে এক মাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি
পাঠালেন।সমগ্র মুসলিম জাহানের খলীফা যিনি, যিনি অর্ধ পৃথিবী শাসন করছেন, তাঁর এ ধরনের চিঠি পাঠ করে হযরত আবু উবাইদার চোখে
পানি এসে গেল। উম্মতে আমীন হযরত আবু উবাইদা (রাঃ) বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন,-
‘আমীরুল মুমিনীন!!
অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে।
প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না?
দ্বিতীয়ত, বেঁচে থাকলেও মুসলমানেরা আপনাকে খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?’

চিঠি পাঠ করে হযরত উমর (রাঃ) কোন প্রতি উত্তর
তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তাঁর
চোখের পানিতে দাঁড়ি ভিজে গেল । আর হাত তুলে হযরত আবু উবাইদার জন্য দোয়া
করলেন,- ‘ হে আল্লাহ! আবু উবাইদার উপর রহম কর,তাঁকে হায়াত দাও।’

সোর্স- ‘আল বিদায়া ওয়ান নিহায়া’/ ইবনে কাসীর (রহঃ)

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
20G