শ্রদ্ধার্ঘ্য : লাকী আখান্দ্

প্রথম প্রকাশঃ এপ্রিল ২২, ২০১৭ সময়ঃ ১১:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৩ অপরাহ্ণ

এ.কে.এম.মাহফুজুর রহমান:

লাকী আখান্দ্ – বীর মুক্তিযোদ্ধা
বাংলার সূর্য সন্তান,তুমি কৃষকের কোন জমির অনুরণন ?
বাংলার সিংহ পুরুষ , তুমি উন্নয়নের কোন সুষম বণ্টন ?
বাংলার বীর সেনানী , তুমি কোন গ্রহে গ্রহান্তরিত হলে ?
বাংলার অক্লান্ত ধূমকেতু , তুমি কোন গগনে চলে গেলে ?
নিলীমার শৈল্পিক সুষমা, তুমি কোন সাগরে মিশে গেলে ?
গানের অভিমানী পাখি , তুমি কোন গাছে বাসা বানালে ?
সুরের জাদুকর , তুমি গীটারের কোন তারে মিলে গেলে ?

       লাকী আখান্দ্ – বাংলার সুরের আবেশ,শত – সহস্র আশা

  লক্ষ – কোটি প্রাণের উচ্ছ্বাসে অযুত – নিযুত ভালোবাসা ।
বঙ্গোপসাগরের ধাঁধানো উত্তাল ঢেউ তোমাকে খোঁজে
সুন্দরবনের সবুজায়নের গহীন অরণ্য তোমাকে খোঁজে
অন্যায়ের বিরুদ্ধে লড়াকু উদ্যমী সৈনিক তোমাকে খোঁজে
বাংলার গর্ব : লাল – সবুজ পতাকা তোমাকে খোঁজে
বাংলার অবারিত সুজলা – সুফলা প্রকৃতি তোমাকে খোঁজে
হৃদয় কুঠুরিতে রাখা ভালোবাসায় চোখ ভিজাবে বলে ।

লাকী আখান্দ্
কোন বাগানে আশ্রয় নিলে ?
সোহরাওয়ার্দী উদ্যান তোমাকে খোঁজে ,
কোন সুরে ডুবে গেলে ?
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তোমাকে খোঁজে ,
জানি , লৌকিক জগতে তোমায় ফেরানো যাবে না ।
শ্রদ্ধার্ঘ্য তোমায় ;
কোটি জনতার হৃদয়ের পুষ্পশয্যায় শান্তিতে ঘুমাও !

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G