স্মার্টফোনের ব্যবহার এখন চোখের সাহায্যে

প্রকাশঃ সেপ্টেম্বর ২৬, ২০১৬ সময়ঃ ৭:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৫ অপরাহ্ণ

তারিক হাসানঃ

14365405_1305240412891345_1259143411_n

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে স্মার্টফোন ব্যবহারের নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন।
এই নতুন প্রযুক্তিকে বলা হয়, interscatter communication. এই পদ্ধতিতে চোখের লেন্স ও মস্তিকের implants এর মাধ্যমে স্মার্টফোনে সংকেত পাঠানো যায়।
এখানে প্রকৌশলীরা ব্লুটুথ সংকেতকে ওয়াই ফাই সংকেতে রূপান্তর করেছেন।
গত ২২ আগস্ট,ব্রাজিলে কম্পিউটিং ডেটা কমিউনিকেশন সংক্রান্ত বিশেষ সম্মেলনে প্রকৌশলীরা এই নতুন প্রযুক্তি উপস্থাপন করেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
20G