৩৬ দিনের ছুটিতে চবি

প্রথম প্রকাশঃ মে ২১, ২০১৭ সময়ঃ ৩:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৬ অপরাহ্ণ

মিনহাজ তুহিন, চবি প্রতিনিধি:

বর্ষাকালীন ছুটি, পবিত্র মাহে রমজান, শব-ই-কদর এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ১ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ছুটি’র সময় চবির আবাসিক হল বন্ধ হবে কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

ছুটি’র সময় কোনো বিভাগ পরীক্ষা নিতে পারবে কি না জানতে চাইলে একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস. এম. আকবর হোছাইন প্রতিক্ষণকে জানান, বিভাগের সভাপতি চাইলে পরীক্ষা নিতে পারবেন। বন্ধের সময় আবাসিক হল বন্ধ থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, হল খোলা বা বন্ধ থাকার বিষয়টি প্রভোস্টরা জানাবেন।

এ বিষয়ে সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ জানান, হল খোলা বা বন্ধ রাখার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শীঘ্রই আমরা প্রভোস্ট কমিটি বসে সিদ্ধান্ত নিব।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G