৪ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম প্রকাশঃ এপ্রিল ২৬, ২০১৭ সময়ঃ ১:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৭ অপরাহ্ণ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৪ মে প্রকাশ করা হবে। ঐ দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

পরে দুপুরে সংবাদ সম্মেলনে ফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব রুহী রহমান মঙ্গলবার এই তথ্য জানান।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী ছিল। গত ২ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হয়ে ২ মার্চ শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে ১১ মার্চ পর্যন্ত চলে।

পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করে আসছে বর্তমান সরকার। ব্যবহারিক পরীক্ষার সময় বাদ দিলে ২ মে নির্ধারিত ৬০ দিন পূর্ণ হবে। তবে ব্যবহারিকসহ ১১ মে সময় পূর্ণ হয়।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G