ইমরানের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

প্রকাশঃ মে ৩১, ২০১৭ সময়ঃ ৩:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৩ অপরাহ্ণ

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেয়ার অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মানহানির মামলা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী। মামলার অপর আসামি হলেন স্লোগানে অংশগ্রহণকারী সনাতন উল্লাস।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে তিনি মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ১৬ জুলাইয়ের মধ্যে ইমরান এইচ সরকারকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, ২৮ মে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে যায় গণজাগরণ মঞ্চের কর্মীরা। ভাস্কর্য নিয়ে অপরাজনীতির প্রতিবাদে করা এই মশাল মিছিলে নেতৃত্ব দেন ইমরান এইচ সরকার। ঐ মিছিলে ‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না’ স্লোগান ওঠে। বাদী মনে করেন এতে মানহানি হয়েছে। এ ঘটনায় দণ্ড বিধি ৫০০ ধারার মানহানির অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
20G