করোনার ভ্যাকসিন নিয়েছেন ৪ জন

প্রকাশঃ মার্চ ১৭, ২০২০ সময়ঃ ৫:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫২ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে করোনার ভ্যাকসিন প্রদান। করোনার ভ্যাকসিন নিয়েছেন ৪ নাগরিক। কেপিডাব্লিউআরআইয়ে (কেইসার পারমানেন্ট রিসার্চ ইনস্টিটিউট) প্রথম স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) প্রথম এই ভ্যাকসিন দেওয়া হয়। প্রথমবারের মতো সিয়াটলে এই ভ্যাকসিন নিয়েছে জেনিফার হেলারসহ আরো ৪ জন নাগরিক।

এমআরএনএ ১২৭৩( mRNA 1273) নামের ভ্যাকসিন প্রথমবারের মতো দেওয়া হয়েছে জেনিফার হেলারসহ আরো ৩ জনের শরীরে। পেশায় ৪৩ বছর বয়সী জেনিফার একটি প্রকৌশলী কোম্পানীর ম্যানেজার, আরেকএকজন ৪৬ বছর বয়সী প্রকৌশলী, আরেকজন ২৫ বছর বয়সী ইন্ডিপেনডেন্ট গ্লোবাল হেলথ রিসার্চ সেন্টারের এডিটরিয়াল কো অর্ডিনেটর। ভ্যাকসিন নেওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ওই চারজন নাগরিক।

জেনিফারের মতে, করোনার ভ্যাকসিন অন্যান্য ফ্লু ভ্যাকসিনের মত ব্যাথা সৃষ্টি করে না। কেপিডাব্লিউআরআই (কেইসার পারমানেন্ট রিসার্ড ইনস্টিটিউট) এ প্রথম স্থানীয় সময় সোমবার প্রথম এই ভ্যাকসিন দেওয়া হয়।

কেপিডাব্লিউআরআই ঊর্ধ্বতন তদন্তকারী ডাক্তার লিসা জ্যাকসন বলছেন ‘আমরা গর্বিত যে এই মহামারী রোগের ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের নির্বাচন করা হয়েছে, আমরা ভালোভাবে প্রস্তত আছি এবং করোনার মোকেবেলায় সচেষ্ট ভূমিকা পালন করছি।’

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
20G