কেন?

প্রকাশঃ আগস্ট ২১, ২০২১ সময়ঃ ৭:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৩ পূর্বাহ্ণ

হঠাৎ শব্দটাই ‘ভয়ঙ্কর’। আর যখন এই ‘হঠাৎ’ এর উর্দ্ধ গতিতে কারো ভাব লুডু খেলার সিঁড়িগুলোকেও হার মানিয়ে দেয়; তখন সেই ভাবটা ‘ভয়ঙ্কর সাপে’ পরিণত হয়। যার নাম অহংকার!

তখন লুডু খেলার সাপগুলো দিয়েই আবার তাকে শূন্যে পাঠাতে হয়! এরই নাম পতন।

নিচ থেকে ওপরে উঠতে যত মজা লাগে; ওপর থেকে নিচে নামতে ঠিক ততটাই সাজা লাজে। মাজাতেও চোট লাগে! এভাবেই ‘উর্দ্ধ:-অধ:’ এ দু অবস্থার পরিণতিতে পরিণত হয় মানস মন।

আমাদের ভেলকিবাজির এ সমাজে ‘হঠাৎ’ ‘উর্দ্ধ:-অধ:’ এবং ‘শূন্য-পূর্ণ’ বড় বেশি দেখতে হয়। তবুও সবাই ঐ একইভাবে চক্রাকারে জয় থেকে পরাজয়ের নেশায় মত্ত থাকে। ইতিহাস শুধুই পাশের নম্বর যোগান দেয়; কাউকে সত্য থেকে কিছুই শিখতে প্রলুদ্ধ করে না। কেন???

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
20G