চলে গেলেন অভিনেত্রী লরেটা সুইট

প্রথম প্রকাশঃ জুলাই ৩, ২০২৫ সময়ঃ ৮:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫১ অপরাহ্ণ

মার্কিন টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় মুখ লরেটা সুইট আর নেই। গতকাল শুক্রবার, ৮৭ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার প্রচার সম্পাদক হারলান বোল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, তার মৃত্যু হয়েছে স্বাভাবিকভাবে।

টেলিভিশনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকা সিরিজ এমএএসএইচ-এ (MASH) ‘মেজর মার্গারেট’ চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন লরেটা সুইট।
এই চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি দুবার জিতেছেন প্রেস্টিজিয়াস ‘এমি অ্যাওয়ার্ড’।

১৯৭২ সালে শুরু হয়ে ১১ বছর চলা সিরিজ ম্যাশ ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় টিভি শোগুলোর একটি। সিরিজটির শেষ পর্বটি ১৯৮৩ সালে প্রচারিত হয়, যা সেই সময়ে
১০ কোটি ৬ লাখ দর্শক টেলিভিশনের পর্দায় উপভোগ করেন—এটি এখনো যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বাধিক দর্শকপ্রিয় ফিনালে পর্বগুলোর মধ্যে একটি।

—————

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G