চোখের অদ্ভুত কারসাজি(ভিডিওসহ)

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৭ সময়ঃ ২:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৯ অপরাহ্ণ

eye-popping-pakistani-teen-ahmed-khanকোটর থেকে চোখ অনেকটা বের করে ফেলার অদ্ভুত ক্ষমতা আছে এক কিশোরের। নাম আহমেদ খান, বয়স মাত্র ১৪। তার চোখের এই কারসাজির ভিডিও ইন্টারনেটের বদৌলতে ছড়িয়ে পড়েছে বিশ্বের আনাচে কানাচে। এই ভিডিও দেখে অনেক দর্শকের চোখই হয়ে গেছে ছানাবড়া।

আহমেদ পাকিস্তানের লাহরের একটি স্কুলে পড়াশোনা করে। মাত্র গতবছরই নিজের ভেতর লুকিয়ে থাকা এই আজগুবি ক্ষমতাটা আবিস্কার করতে সক্ষম হয় সে। হিসেব করে দেখা গেছে, অনায়াসেই এই কিশোর নিজের চোখকে স্বাভাবিক অবস্থার চেয়ে কোটর থেকে ১০ মিমি. পর্যন্ত বের করে ফেলতে পারে।

ঘটনাটা গত বছরের। পরীক্ষার জন্য পড়াশোনা করছিলো আহমেদ। হঠাৎ কী মনে করে যেন নিজের ডান চোখটা স্পর্শ করে সে। চোখটা যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইলো। কিশোর আহমেদ ভাবলো, চোখে বুঝি কোন সমস্যা দেখা দিয়েছে। কিন্তু কোন ব্যথা অনুভব করলো না।

কিশোর বয়সে সবাই একটু ডানপিঠে হয় বৈকি। আহমেদও তার ব্যতিক্রম নয়। বাম চোখটাও কোটর থেকে বের করা যায় কিনা সে চেষ্টায় রত হল লাহোরের এই কিশোর। নিজের ক্ষমতা দেখে নিজেই অবাক হল এবার এই ডানপিঠে কিশোর। কয়েকবার চেষ্টার পর চোখের এই কারসাজিটা রপ্ত করে ফেলতে কোনো বেগ পেতে হল না তাকে।

স্কুলের অনেক ছেলেই নাকি তাকে দেখে ভয় পায়। মেয়েদের কথা বলাই বাহুল্য।

আহমেদের চোখের কারসাজির এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে পুরো পাকিস্তান জুড়ে জনপ্রিয় হয়ে উঠলো। এমনকি টিভি চ্যানেলগুলোও ক্যামেরা নিয়ে হাজির তার বাসায়। আহমেদ আর সেই ডানপিঠে কিশোর নয়, ততদিনে রীতিমত স্টার।

বন্ধুরা আহমেদকে পরামর্শ দিলো গিনিস বুকে নাম তোলা যায় কিনা, সে চেষ্টা করে দেখতে। মার্কিন যুক্তরাষ্ট্রের কিম গুডম্যান নামক এক মহিলার দখলে ছিল তখন ‘কোটর থেকে চোখ কতটা বেশি বের করে রাখা যায়’ শীর্ষক এই রেকর্ড।

ডাক্তার প্রথম দিকে পরামর্শ দিলো অপারেশন করে চোখের এই অস্বাভাবিকতা থেকে মুক্তি পাবার। কিন্তু সেই ডাক্তারও পরবর্তীতে আহমেদকে গিনেস বুকে রেকর্ড গড়ার ব্যাপারে উৎসাহ দিয়ে যাচ্ছেন। বেশিক্ষণ এই কারসাজি করলে চোখ থেকে অল্প কিছু পানি বের হয়, এছাড়া তেমন কোন সমস্যা তার হয় না।

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
20G