প্যারিসে হামলার প্রতিবাদে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ

প্রকাশঃ ডিসেম্বর ২৫, ২০২২ সময়ঃ ১২:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

একজন বন্দুকধারী ফ্রান্সের রাজধানীর ১০তম জেলায় তাণ্ডব চালিয়েছিল। বিদেশীদের লক্ষ্য করে হামলায় তিনজন নিহত হয়েছে গতকাল।

এরপর ফ্রান্সে বিক্ষোভ শুরু হয়। আল জাজিরার রিপোর্টার ওসামা বিন জাভেদ বলেছেন, কুর্দি সম্প্রদায়ের সদস্যদের মধ্যে হতাশা ছিল। যাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে শুক্রবারের হামলায় তাদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

ওসামা বিন জাভেদ আরো বলেছেন, “তারা এখনও পুলিশের কাছ থেকে উত্তর খুঁজছে। কেন তাদের আসতে এত সময় লেগেছিল। কেন তারা এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেনি এবং কেন তারা সাংস্কৃতিক কেন্দ্রে নিরাপত্তা প্রদান করেনি, যা তারা আগে চেয়েছিল।এখানকার মানুষ ন্যায়বিচারের দাবি করছে এবং তারা এখন এটি চায়।”

শনিবারের সমাবেশের আগে প্যারিসের পুলিশ প্রধান কুর্দি সম্প্রদায়ের সদস্যদের সাথে তাদের ভয় দূর করার চেষ্টা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, সন্দেহভাজন স্পষ্টতই বিদেশীদের টার্গেট করছিল। একাই কাজ করেছিল এবং আনুষ্ঠানিকভাবে কোনও চরম-ডান বা অন্যান্য উগ্র আন্দোলনের সাথে যুক্ত ছিল না।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G