প্রায় ৩ বছর ধরে করোনা মহামারিতে ভুগছে গোটা পৃথিবী। ৪০ কোটির উপরে সংক্রমণ। প্রাণ গিয়েছে প্রায় ৬০ লক্ষ মানুষের। এখনও জানা নেই, কবে শেষ হবে অতিমারি। এ অবস্থায় আমেরিকা-ইউরোপের দেশগুলি আগেই ঘোষণা করেছে— করোনা সঙ্গে নিয়েই বাঁচতে হবে। এই যুক্তিতে করোনা-বিধি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তারা। কিন্তু হু বারবারই বলছে, করোনাভাইরাসের আরও ভয়ানক এবং সংক্রামক ..বিস্তারিত