মুজাহিদের আপিলের রায় ১৬ জুন

প্রকাশঃ মে ২৭, ২০১৫ সময়ঃ ৩:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ali-ahsan-mujahid-jamayatমানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে আপিল বিভাগের চূড়ান্ত রায় ১৬ জুন ঘোষণা করা হবে।

বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আসামিপক্ষের এ্যাডভোকেট এস এম শাহজাহান পাল্টা যুক্তি উপস্থাপন করেন।

ওই দিন খন্দকার মাহবুব হোসেন আদালতে যুক্তি উপস্থাপনকালে বলেন, ১৯৫ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বর্তমানের এ আইন করা হয়েছিল। তাদের ছেড়ে দিয়ে আল-বদর ও আল-শামসদের বিচার হতে পারে না। তিনি আল-বদর বাহিনীর কোনো পদে ছিলেন না। তার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বলেও যুক্তিতে বলেন খন্দকার মাহবুব।

ওই সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে একটি অভিযোগও প্রমাণ হয়নি উল্লেখ করে তিনি বলেন, মুজাহিদ এ মামলায় নির্দোষ প্রমাণিত হবেন এবং খালাস পাবেন।

১৮ মে রাষ্ট্রপক্ষে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ২৫ মে আসামিপক্ষ তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। এর আগে, ২৯ এপ্রিল এবং ৪, ৫, ৬, ১৭ ও ১৮ মে আপিলে পেপারবুক পড়া শেষ করেন মুজাহিদের আইনজীবী।

উল্লেখ্যযে, ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই বছরের ১১ আগস্ট খালাস চেয়ে সুপ্রীমকোর্টে আপিল করেন মুজাহিদ।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

November 2025
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
20G