আইএস সংবাদমাধ্যমে নিহতদের ছবি প্রকাশ

প্রকাশঃ জুলাই ২, ২০১৬ সময়ঃ ১১:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

35E0508400000578-3670353-image-m-45_1467429854783

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহতদের ছবি প্রকাশ করেছে । এসব ছবি শুক্রবার রাত ৮.৪৫ এ রেস্টুরেন্টে হামলায় নিহত বিদেশিদের বলে আইএস তাদের সংবাদমাধ্যম ‘আমাক’ এ দাবি করেছে।

আইএস অবশ্য আগেই এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তারা জানিয়েছে, হামলায় ২৪ জনকে হত্যা করেছে তারা। প্রকাশিত ছবিতে দেখা যায়, মেঝেতে বেশ কয়েকজন বিদেশি নাগরিকের লাশ পড়ে আছে। পুরো মেঝে রক্তে ভরে আছে। আইএসের নৃশংসতার প্রমাণ এই সকল ছবি।

উল্লেখ্য, এই হামলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী পরিচালক রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হয়েছেন। এ ছাড়া ৩০ পুলিশ সদস্য আহত হয়েছেন।

র‌্যাবের কন্ট্রোল রুমের এক কর্মকর্তা জানিয়েছেন, জিম্মি বিদেশিদের মধ্যে ইতালি, জাপানি ও ভারতের নাগরিক ছিলেন।

 

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G