টাঙ্গাইলে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

প্রকাশঃ জুন ১৭, ২০১৬ সময়ঃ ১১:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Road-Accident2

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক সুকুমার (৫০) এর বাড়ি বগুড়া সদর উপজেলার তালতলা এলাকায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লোহার রড ভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে ডাল ভর্তি একটি ট্রাক সামনের ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ডালভর্তি ট্রাকটির চালক নিহত হন। এ ঘটনা আহত হয়েছেন দুজন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রয়েছে।

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G