প্রতিক্ষণ ডেস্কঃ
রবীন্দ্র-গবেষণায় সামগ্রিক অবদানের জন্য রবীন্দ্র পুরস্কার-২০১৬ পেলেন রবীন্দ্রগবেষক অধ্যাপক সৈয়দ আকরম হোসেন ও রবীন্দ্রসংগীত শিল্পী তপন মাহমুদ। কবিগুরুর ৭৫তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের গতকাল সমাপনী দিনে প্রদান করা হয় এ পুরস্কার।
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে গতকাল পুরস্কার প্রাপ্তদের ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস প্রফেসর আনিসুজ্জামান।
এ ছাড়া রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে দুই দিনের অনুষ্ঠানের শেষ দিন গতকাল ছিল একক বক্তৃতা ও সাংস্কৃতিক পরিবেশনা।
একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। রবীন্দ্রবিষয়ক একক বক্তৃতা দেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শামসুজ্জামান খান বলেন, ‘রবীন্দ্রনাথ না থাকলে বিশ্বে বাংলাদেশের গর্ব করার মতো তেমন কিছু থাকত না। তাই আমাদের চর্চার মধ্য দিয়ে যেন রবীন্দ্রনাথ আপন আলোয় আলোকিত হন, এদিকটি মাথায় রাখতে হবে। বর্তমান সংকট উত্তরণে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক মনে করে পাঠ করতে হবে।
প্রতিক্ষণ/এডি/আরএম