নিজস্ব প্রতিবেদক
এই সম
য়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পী। বিগত কয়েক ঈদে মুক্তি পেয়েছিলো বাপ্পী অভিনীত বিভিন্ন চলচ্চিত্র। তবে ব্যাতিক্রম ঘটেছে এই বছর। এবারের ঈদে মুক্তি পায়নি বাপ্পী অভিনীত কোনো চলচ্চিত্র। এটি নিয়ে আফসোস নেই এই অভিনেতার। বরং এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত চারটি সিনেমাই প্রেক্ষাগৃহে গিয়ে দেখার কথা জানান তিনি । মধুমিতা, বলাকা, সনি সিনেমা হলে ছবি উপভোগের কথা জানিয়ে বাপ্পী আরও বলেন,
‘আমি শুধু অভিনেতাই নই, একজন দর্শকও। তাই সেই দর্শক মনের ক্ষুধা মেটাতেই বিভিন্ন প্রেক্ষাগৃহে যাব। আর ঈদে মুক্তি পাওয়া ছবিগুলি দেখার লোভ তো রয়েছেই। ঈদে শাকিব ভাইয়ের তিনটি ছবি মুক্তি পাচ্ছে। এটাও একটা বড় ব্যাপার। তাই শাকিব ভাইয়ের ছবি দেখা থেকে বঞ্চিত হতে চাই না। আর আমি বরাবরই প্রেক্ষাগৃহে বসে দেশের চলচ্চিত্রগুলো উপভোগ করতে চাই।’
তবে সিনেমা হলে একা নয়, বন্ধুদের সাথে যাবেন বাপ্পী । অবসর সময়টাও কাটাবেন তাদের সাথে।
প্রতিক্ষণ/এডি/এস আর এস