WordPress database error: [Disk full (/tmp/#sql_1df056_0.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device")]
SELECT COLUMN_NAME FROM INFORMATION_SCHEMA.COLUMNS WHERE table_name = 'sdsaw42_hsa_plugin' AND column_name = 'hsa_options'


Warning: mysqli_num_fields() expects parameter 1 to be mysqli_result, bool given in /var/www/vhosts/protikhon.com/httpdocs/wp-includes/wp-db.php on line 3547

WordPress database error: [Duplicate column name 'hsa_options']
ALTER TABLE sdsaw42_hsa_plugin ADD hsa_options VARCHAR(2000) NOT NULL DEFAULT ''

মাহফুজুর রহমানের কবিতা 'কবি মন' মাহফুজুর রহমানের কবিতা 'কবি মন'

মাহফুজুর রহমানের কবিতা ‘কবি মন’

প্রথম প্রকাশঃ জুলাই ৬, ২০১৭ সময়ঃ ৭:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪০ পূর্বাহ্ণ

একটি মানবিক কবিতা লিখবো বলে –
বৃদ্ধাশ্রমে অব্যক্ত ব্যথার সঙ্গে বসবাস করেছি ।
একটি পারমাণবিক কবিতা লিখবো বলে –
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভ্রমণে গিয়েছি ।
একটি ভালোবাসার কবিতা লিখবো বলে –
গোধূলি লগ্নে নদীর জলে ডুবন্ত সূর্য দেখেছি ।
একটি প্রেমের কবিতা লিখবো বলে –
গোলাপের বাগানে জোনাক জ্বলা সন্ধ্যা কাটিয়েছি ।
একটি পরলৌকিক কবিতা লিখবো বলে –
নানা ধর্মের গ্রন্থপুঞ্জে চোখের পারদ জ্বেলেছি ।
একটি আকাশের কবিতা লিখবো বলে –
সৌরজগতের ছায়াপথে শত – সহস্র শব্দ কুড়িয়েছি ।
একটি বর্ণবাদ বিরোধী কবিতা লিখবো বলে –
বত্রিশ বছর কারাগারে কাটানো ম্যান্ডেলা পড়েছি ।
একটি ধর্ষণ বিরোধী কবিতা লিখবো বলে –
যুদ্ধ শিশুর বোবা কান্নার সহযাত্রী হয়েছি ।
একটি দুর্নীতি বিরোধী কবিতা লিখবো বলে –
লোভের রিপুতে তালা মেরে চাবি বঙ্গোপসাগরে ফেলেছি।
একটি বৈষম্য বিরোধী কবিতা লিখবো বলে –
নিজের থালায় শ্রমিককে খাবার মেখে দিয়েছি ।
একটি বিপ্লবী কবিতা লিখবো বলে –
চে গুয়েবার জীবনী বার বার হৃদয়ঙ্গম করেছি ।
একটি মুক্তিযুদ্ধের কবিতা লিখবো বলে –
বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ শুনেছি ।
কিন্তু কিছুতেই কিছু হলো না –
আমার কাঙ্খিত সেই কবিতাটি রচিত হলো না !
উদভ্রান্ত , দিগ্ভ্রান্ত এই আমি –
” শেষ চেষ্টা হিসেবে ; স্বপনে কবিগুরুর দীক্ষা চাইলাম ”
বিশ্বকবি স্বপনে শুধালো ; মন দিয়ে শোন –
” কবিতা কখনো হয় না করে আয়োজন
কবিতা রচনার জন্য কবি মন প্রয়োজন । ”
কবিতা রচনার জন্য কবির মতন সর্বব্যাপী মন প্রয়োজন!

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G