মা তোকে – মুকুল কাজী

প্রথম প্রকাশঃ নভেম্বর ১৯, ২০১৯ সময়ঃ ১:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৯ অপরাহ্ণ

মা তোকে
—মুকুল কাজী

জানালার কোণে ,
শার্শি ছুঁয়ে একা দাড়িয়ে আমি ,
জানালাটির ফাঁক গোলে —
জোনাকির আলো —
আলোক ঝর্না হয়ে বহমান আমার শরীর ছুঁয়ে ।
আলোক ঝর্নাগুলি
রিনঝিন শব্দে কানে কানে বলল —
আজ রাতে আমি তোর সাথী ।

যন্ত্রণার আড়ালে
চিন্তাগুলি কিলবিল
কেঁচোর মতো ঠাণ্ডা শরীর ,
মা
তোর গন্ধ নেবো , বুকের গন্ধ
ছোট বেলায় যে গন্ধ শুকে তোকে চিনতাম ,
বহুদিন তোকে বলিনি আমি তোকে ভীষণ ভালোবাসিরে মা।

এক মায়ের লেখা চিরকুট —–
উনি লিখেছেন —
যখন বিধবা হয়েছিলাম সেই অল্প বয়সে —
নিশুতি রাতে আমার ফোন আসতো ,
পাড়ার ভাই , মামা, চাচা , ফুফা ,
কি আবেগেই না কথা বলতো ,
কতো বিনয়ী ই না তাদের ভাষা —-
ওরা বোঝে না যে
আমার শরীরে এখন নেই কোন যৌন ক্ষুধা
কোন আবেগ ও নেই —
আমি মরা কাঠ শূন্য , বুকটা হাহাকার ,
সন্তানকে মানুষ করার চিন্তায় আমি প্রায় ই পাগলপারা থাকি ,
দুবেলা দুমুঠো ভাত , মোটা চালের ,
আর সন্তানের শিক্ষিত সুখি মুখ ।
আর কিছু চাইনা যে আমি —
পাড়ার পাগল্গুলি কিছু বোঝেনা ,
ওরা বোঝে আমার শরীরের রসায়ন ,
আমার শরীরের গোপন ভাঁজ ,
আমি কষ্টে, কুঁকড়ে , গুমড়ে মরি
আমি কিছু বলি না
আমি যে বিধ্মা মা ।।

মা আমার ,
তুইও তো
বি

বা
তবে কি তোরও ওরকম যন্ত্রনা ?????
উহহহহ
বাতাস দরকার
বিশুদ্ধ বাতাস
চোখে জমকালো আন্ধকার দেখি
মা
কেন ঝাপসা তুই ???
তোরে দেখি না কেন ।। ???

রাত জোনাকির আলো ,
মায়ের বুকের গন্ধ
আহ !!!
আমার যন্ত্রণাকাতর বিধ্মা মা ,
একটা গান শোনাবে মা ——
আচ্ছা
একটা কবিতা হয়ে যাক —-
চাঁদ মামা ।।

( উৎসর্গ পৃথিবীর সকল মাকে )

 

প্রতি/ এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G