সনির নতুন স্মার্টফোনের চমক

প্রকাশঃ মার্চ ২৮, ২০১৭ সময়ঃ ৯:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

প্রযুক্তির ছোঁয়ায় আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব কিছূই হয়ে যাচ্ছে স্মার্টফোন নির্ভর। বলা যায়, হাতের স্মার্টফোনটি ছাড়া আমরা প্রায়-ই অচল। বাজারে প্রতিনিয়ত আসছে অত্যাধুনিক ফিচারের সব স্মার্টফোন।

এরই ধারাবাহিকতায়, এবার অনেকটা চমক দিয়েই বিশ্বের প্রথম ফোরকে এইচডিআর পর্দার স্মার্টফোন তৈরি করেছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। এক্সপেরিয়া এক্সজেড প্রিমিয়াম নামের নতুন এই স্মার্টফোনটির শুধু পর্দাতেই চমক থাকছে না, এর ক্যামেরাতেও রয়েছে নতুনত্ব।

এই স্মার্টফোনটির ১৯ মেগাপিক্সেলের ‘মোশন আই’ ক্যামেরা ছবি তুলতে পারবে নিজ থেকেই। এই ফিচারটির নাম রাখা হয়েছে ‘প্রেডিক্টিভ ক্যাপচার’।

৯৬০ এফপিএসে ভিডিও ধারণ করতে সক্ষম এই ক্যামেরার মাধ্যমে উচ্চমানের স্লো-মোশন ভিডিও ধারণ করা সম্ভব হবে। এছাড়াও এক্সপেরিয়া এক্সজেডে থাকছে ১৩ মেগাপিক্সলের ফ্রন্ট ক্যামেরা ।

স্মার্টফোনের ক্ষেত্রে কোয়াড এইচডি পর্দা এবং ফোরকে রেজ্যুলিউশনের পর্দার মাঝে খালি চোখে খুব একটা পাথর্ক্য পাওয়া যাবে না। অন্যদিকে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআরের জন্য ফোরকে বেশ সুবিধাজনক হলেও সনির নেই মোবাইল ভিআর সেট। এক্ষেত্রে, এইচডিআর পর্দা হওয়ার কারণে স্মার্টফোনটির পর্দায় আরো উজ্জ্বল এবং নিখুঁতভাবে দেখা যাবে যেকোনো ছবি কিংবা ভিডিও।

পানি ও ধূলারোধী এই স্মার্টফোনে থাকছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, কোয়ালকোমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৩৫, ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি স্টোরেজ সুবিধা ( যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে ২৫৬ গিগাবাইট পর্যন্ত )। ৩২৩০ এমএএইচ ক্ষমতার স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে অ্যানড্রয়েড নুগাট, ফিংগারপ্রিন্ট স্ক্যানার।

এক্সপেরিয়া এক্সজেড প্রিমিয়াম এই স্মার্টফোনটির মূল্য সর্ম্পকে এখনো বিস্তারিত কিছুই জানায়নি সনি।

 

প্রতিক্ষণ/এডি/এস.টি

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
20G