WordPress database error: [Disk full (/tmp/#sql_1df056_0.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device")]
SELECT COLUMN_NAME FROM INFORMATION_SCHEMA.COLUMNS WHERE table_name = 'sdsaw42_hsa_plugin' AND column_name = 'hsa_options'


Warning: mysqli_num_fields() expects parameter 1 to be mysqli_result, bool given in /var/www/vhosts/protikhon.com/httpdocs/wp-includes/wp-db.php on line 3547

WordPress database error: [Duplicate column name 'hsa_options']
ALTER TABLE sdsaw42_hsa_plugin ADD hsa_options VARCHAR(2000) NOT NULL DEFAULT ''

ন্যুপিডিয়া থেকে উইকিপিডিয়া হওয়ার গল্প ন্যুপিডিয়া থেকে উইকিপিডিয়া হওয়ার গল্প

ন্যুপিডিয়া থেকে উইকিপিডিয়া হওয়ার গল্প

প্রকাশঃ জুন ২৫, ২০১৫ সময়ঃ ৪:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Wikipedia finalআজকের দিনে যে কোন বিষয় সম্পর্কে জানতে আমরা উইকিপিডিয়ায় সাহায্য নেই। এত খুঁটিনাটি তথ্য এখানে থাকে যে ভেবে বিস্মিত হতে হয় কিভাবে এ বিশাল তথ্য ভাণ্ডার তৈরি হলো। অনেকেই হয়তো জানি না উইকিপিডিয়ার জন্ম ২০০১ সালে। জিমি ওয়েলস আর ল্যারি স্যাঙ্গার নামে মার্কিন যুক্তরাষ্ট্রবাসী দুজন ভদ্রলোক ২০০০ সালে প্রথমে শুরু করেছিলেন ন্যুপিডিয়া আর এরপর ২০০১ সালের ১৫ই জানুয়ারী তারা শুরু করেন উইকিপিডিয়া। আজ জীবনের জয়গানে থাকছে উইকিপিডিয়ার পথচলার গল্প।

শুরুর দিকের কথা

আজ থেকে এক দশক আগে তথ্য প্রযুক্তি এতটা সহজ লভ্য ছিলনা। বিভিন্ন তথ্য সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। তাই সবার জন্য তথ্য নিশ্চিত করার জন্য বিভিন্ন বিশেষজ্ঞদের লেখা প্রবন্ধ সঙ্কলন করে সেগুলো বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করার উদ্দেশ্যে ২০০০ সালের মার্চ মাসে নুপিডিয়া প্রকল্প শুরু হয়। জিমি ওয়ালেস, ল্যারি স্যাঙ্গারকে প্রধান সম্পাদক হিসেবে নিয়ে নুপিডিয়া প্রকল্পটি শুরু করে। তখন এর অর্থায়ন করেন বমিস।

প্রথম দিকে তথ্য ভাণ্ডার হিসেবে শুরু হওয়া ন্যুপিডিয়ায় তথ্য কেউ সরাসরি সংরক্ষণ করতে পারতেন না। পর্যবেক্ষণের পর তা সংরক্ষণ করা হতো। এতে করে তথ্য সংরক্ষণের গতি ছিল অনেক কম। কিন্তু এতে সবার তথ্য সংরক্ষণের অধিকার ছিলনা। ২০০০ সালে জিমি ওয়েলস ও ল্যারি স্যাঙ্গার আলোচনা করেন যে ন্যুপিডিয়াকে কীভাবে সবার জন্য আরো উন্মুক্ত ও গতিশীল একটি প্রকল্প হিসেবে গড়ে তোলা যায়।wik 1

সবার জন্য উন্মুক্ত তথ্য ভাণ্ডারের কথা চিন্তা করেই জিমি ওয়েলস ১০ জানুয়ারি, ২০০১ সালে ন্যুপিডিয়ার সহপ্রকল্প হিসাবে একটি ওয়েবসাইট তৈরির প্রস্তাব করেন যা খুব সহজে এবং দ্রুত তৈরি করা যায় এবং যাতে যে কেউ অবদান রাখতে পারে। যা পরবর্তীতে উইকি নামে পরিচিতি পায়।
আনুষ্ঠানিকভাবে ২০০১ সালের ১৫ জানুয়ারি শুধুমাত্র ইংরেজি ভাষার জন্য www.wikipedia.com ওয়েবসাইটটি চালু করা হয়। সেই সাথে উইকিপিডিয়া ন্যুপিডিয়া থেকে আলাদা একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানের মত কাজ শুরু করে। পরে উইকিমিডিয়া ফাউন্ডেশন নামে মূল সংস্থাটি চালু করায় উইকিপিডিয়ার ডোমেইন বর্তমানের wikipedia.org -তে পরিবর্তিত হয়। কারণ “.org” ডোমেইটি অব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর উইকিপিডিয়ার প্রধান উদ্দেশ্যই ছিল সবার জন্য উন্মুক্ত তথ্য ভাণ্ডার তৈরি করা, কোন ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহারের জন্য নয়।

বিভিন্ন ভাষায় উইকিপিডিয়া

সারা বিশ্বে সবার মাঝে তথ্য ছড়িয়ে দেবার জন্য ইংরেজি ভাষার পাশাপাশি অন্যান্য ভাষার ব্যবহারকারীদের জন্য ২০০১ সালের মে মাসে ইংরেজি উইকিপিডিয়ার সাথে সাথে কাতালান, চীনা, ওলন্দাজ, এসপারেন্টো, ফরাসী, জার্মান, হিব্রু, ইতালীয়, জাপানি, পর্তুগীজ, রুশ, স্পেনীয় এবং সুইডিশ ভাষায় উইকিপিডিয়া চালু করা হয়। এর কিছু দিন পরেই যোগ করা হয় আরবি ও হাঙ্গেরীয় এবং পোলিশ। ঐ বছরের শেষে আফ্রিকানস, নরওয়েজীয় এবং সার্বোক্রোয়েশীয়রা উইকিপিডিয়ায় যোগদানের ঘোষণা দেয়। বর্তমানে এটি বাংলায়ও রয়েছে।

wik 3

বিপুল তথ্য ভাণ্ডারে রূপান্তর

যে বিপুল তথ্য ভাণ্ডার তৈরির লক্ষ্যে উইকিপিডিয়া যাত্রা শুরু করেছিল তার অর্থায়নের দায়িত্বে ছিল বমিস। কিন্তু বমিস যে অর্থায়ন করছিলেন তা ২০০২ সালে শেষ হয়ে যায়। এরপর বমিস এবং এর পাশাপাশি ল্যারি স্যাঙ্গার উইকিপিডিয়ার দায়িত্ব ছেড়ে দেন। এর পরেও একই সময় জিমি ওয়ালেস সুনিশ্চিত করেন যে উইকিপিডিয়া কখনোই অর্থায়নের জন্য বিজ্ঞাপন প্রচার করবে না। এরই মাঝে উইকিপিডিয়ার প্রথম সহপ্রকল্প উইকিশনারি শুরু হয় এবং লেখার প্রথম আনুষ্ঠানিক নিয়মকানুন প্রকাশ করা হয় যাতে করে সবার লেখায় বিশেষত্ব বজায় থাকে। এর পরপরই উইকিমিডিয়া সহপ্রকল্প শুরু করা হয়। একই সময় উইকিপিডিয়ার উন্নয়নের জন্য প্রকল্প তত্ত্বাবধায়নের আলাদা পরিচালকমন্ডলী নিয়োগের কথা প্রাথমিকভাবে আলোচনা করা হয়।

wik 2
উইকিপিডিয়ানদের সাক্ষাৎ

উইকিপিডিয়ার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন ছিল বিপুল পরিমাণ তথ্য। আর এই তথ্য শুধু মাত্র একটি প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব ছিলনা। তাই উইকিপিডিয়া সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। যাতে করে সবাই নিজেদের প্রয়োজনমত এবং অন্যের চাহিদা অনুযায়ী একে অন্যের কাছে তথ্য পৌঁছে দিতে পারে। আর উইকিপিডিয়াতে যারা লিখবে, সবার মাঝে তথ্য ছড়িয়ে দেয়ার কাজ করবে তাদের একটি নির্দিষ্ট গ্রুপে ভাগ করা হয় যার প্রতিটা সদস্যকে উইকিপিডিয়ান বলা হয়। উইকিপিডিয়ার মান বাড়ানোর জন্য উইকিপিডিয়ানদের প্রথম সাক্ষাতের আয়োজন করা হয়। উইকিপিডিয়ার আরবিট্রেশন সিস্টেম অ্যান্ড কমিটির মূলনীতিগুলো প্রণয়ন করা হয়, যার বেশিরভাগই করেন ফ্লোরেন্স ডেভুয়ার্ড, ফ্রেড বাউডার এবং অন্যান্য প্রথম দিককার মুখ্য উইকিপিডিয়ানরা।

wik 5

উইকিপিডিয়ানদের বিবাদ

২০০৪ সালে পৃথিবীজুড়ে উইকিপিডিয়ার মোট নিবন্ধ সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেতে থাকে। এক বছরেই নিবন্ধ সংখ্যা প্রায় দ্বিগুণ হয়। পৃথিবীর ১০০টিরও বেশি ভাষায় মোট নিবন্ধ সংখ্যা ৫ লাখ থেকে ১০ লাখে পৌছায়। যার মধ্যে ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধ সংখ্যা ছিল অর্ধেকের কিছু কম। এই বিপুল পরিমাণ নিবন্ধ সমূহের সুরক্ষা বৃদ্ধির জন্য এবং ভবিষ্যতের কথা চিন্তা করে উইকিপিডিয়ার সার্ভারগুলো ক্যালিফোর্নিয়া থেকে ফোরিডায় স্থানান্তর করা হয়। ব্যবহারকারীদের সুবিধার জন্য উইকির সফটওয়্যারে ক্যাটাগরি বিশিষ্ট আরও উন্নত করা হয়। একই সময় উইকিপিডিয়ানদের কিছু কিছু বিষয় নিয়ে বিবাদ দেখা দেয় যার ফলে উইকিপিডিয়ায় অবদানকারীদের বিবাদসমূহ সমাধান করতে একটি বোর্ড এবং আরবিট্রেশন কমিটির আনুষ্ঠানিক নির্বাচন হয়। যার মধ্যে বরগইস (Bourgeois) বনাম পীটারস (Peters) অন্যতম।

কোটিতম নিবন্ধ এবং সমৃদ্ধশালী উইকিপ্রকল্প

উইকিপিডিয়ার বিভিন্ন বিষয়ের ওপর কাজ করার জন্য ২০০৮ সালে গঠিত বিভিন্ন উইকিপ্রকল্প তাদের নিজ নিজ বিষয়ের নিবন্ধগুলো তৈরি ও সমৃদ্ধ করতে থাকে। এপ্রিলে উইকিপিডিয়ার ১ কোটিতম নিবন্ধটি তৈরি হয় এবং এর কয়েক মাস পরেই ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধ সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে যায়। ২০০৯ সালের আগস্ট মাসে সব উইকিপিডিয়ার সর্বমোট নিবন্ধ সংখ্যা দাঁড়ায় ১ কোটি ৪০ লাখ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে গ্রিনিচ মান সময় অনুযায়ী আগস্ট মাসের ১৭ তারিখ ৪টা বেজে ৫ মিনিটে ইংরেজি উইকিপিডিয়ার ৩০ লক্ষ তম নিবন্ধটি প্রকাশ পায়। যার ফলে উইকিপিডিয়া বিপুল পরিমাণ তথ্য ভাণ্ডারে পরিণত হয়। ঐ বছরেরই মে মাসে ইংরেজি উইকিপিডিয়ার বিতর্ক নিরসণ কমিটি ‘চার্চ অব সায়েন্টোলিজ’ এর আইপি ঠিকানাগুলো থেকে ইংরেজি উইকিপিডিয়ায় সম্পাদনা সুবিধা বাতিল করার সিদ্ধান্ত নেয়। এছাড়াও ঐ দলভুক্ত কিছু সদস্যের নির্দিষ্ট কিছু নিবন্ধে সম্পাদনার ওপরেও বাধা আরোপ করে। সিদ্ধান্তের কারণ হিসেবে কমিটি তার বক্তব্যে উল্লেখ করে যে, উভয় পক্ষই উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরস্পরকে আক্রমণ করে চলেছে এবং ফলে ক্ষতির শিকার হচ্ছে অন্যান্য ব্যক্তিদের লেখা নিবন্ধগুলো।

wik 4

উইকিপিডিয়ার সার্ভারে সমস্যা

২০১০ সালের মার্চ মাসের ২৪ তারিখে উইকিপিডিয়ার ইউরোপিয়ান সার্ভার অতিরিক্ত গরমের কারণে বন্ধ হয়ে যায়। এই বিপদ থেকে রক্ষা পেতে সাময়িক ব্যবস্থা হিসেবে ফ্লোরিডার অতিরিক্ত সার্ভারগুলো চালু করার চেষ্টা করা হয় কিন্তু তাও সম্ভবপর হয়নি। যার ফলে উইকিপিডিয়ার সম্পূর্ণ সিস্টেম সারাবিশ্বে অকেজো হয়ে পড়ে। এ সমস্যাটি দ্রুতই সমাধান করা হয়। এরপর উইকিপিডিয়া নতুন সংস্করণের দিকে ঝুঁকে পরে। যার ফলশ্রুতিতে ২০১০ সালে ১৩ মে সাইটটির নতুন সংস্করণ প্রকাশ করা হয়। নতুন বৈশিষ্ট্যগুলোর মধ্যে ছিল- নতুন লোগো, নতুন নেভিগেশন টুল সহ আরও নতুন কিছু সুবিধা। যারা পুরনো সংস্করণটি ব্যবহার করতে চান তাদের জন্য আগেরটি ব্যবহারের সুবিধাও রাখা হয়েছিল।

wik 6

‘জাস্টিন ক্যানাপ’ দিবস ঘোষণা

উইকিপিডিয়ার এত বিশাল ভাণ্ডারের মাঝে ইন্ডিয়ানার ইন্ডিয়ানাপলিস এর জাস্টিন ক্যানাপ ২০১২ সালের এপ্রিলে সর্ব প্রথম ১ মিলিয়ন সম্পাদনা করার রেকর্ড অর্জন করেন। উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস তার কাজের জন্য জাস্টিন ক্যানাপ কে অভিনন্দন জানান এবং তাকে বিশেষ বার্নস্টার পদক দেন এবং তার কৃতিত্বের জন্য গোল্ডেন উইকি পুরস্কার প্রদান করা হয়। জিমি ওয়েলস জাস্টিনের এই বিশেষ অবদানকে আজীবন স্মরণীয় করে রাখতে ২০ এপ্রিল ‘জাস্টিন ক্যানাপ’ দিবস ঘোষণা করেন।

wik 8

বৃহত্তম বিশ্বকোষ

উইকিপিডিয়া সারা বিশ্বের স্বেচ্ছাসেবকদের সহায়তামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তৈরি। ইন্টারনেট সংযোগ আছে এমন যে কেউ উইকিপিডিয়ার যে-কোনো নিবন্ধে পরিবর্তন ও তথ্য সংযোজন করতে পারেন। ২০০১ সালে এটি শুরুর পর থেকে এর নিবন্ধ সংখ্যা অবিশ্বাস্য গতিতে বৃদ্ধি পেয়ে চলেছে। এটি এখন বিশ্বের অন্যতম বৃহত্তম তথ্যসূত্র বিষয়ক ওয়েবসাইট। বর্তমানে ২০১১ সালে ৮ কোটি ৮৯ লক্ষ ভিজিটর উইকিপিডিয়ার সাইট দেখেছেন। এখানে সদাকর্মচঞ্চল অবদানকারীর সংখ্যা ৭৯,৫৭০-এরও বেশি। যারা কাজ করছেন ১ কোটি ৩০ লক্ষেরও বেশি নিবন্ধের ওপর এবং ২৬০টিরও বেশি ভাষায়। বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ আছে প্রায় ২৫,৮৬৮টি। প্রতিদিন হাজারে খানেক মানুষ তথ্যসংগ্রহের জন্য উইকিপিডিয়াতে আসেন, যারা গড়ে হাজারে দশটি করে সম্পাদনা করেন এবং হাজারেরও বেশি নিবন্ধ প্রতিদিন উইকিপিডিয়া নামক এই বিশ্বকোষটিতে সংযুক্ত হয়।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G