চট্টগ্রামে জিয়া ফুটবল টুর্নামেন্ট, মাঠে নামবেন জাতীয় দলের তারকারা

প্রথম প্রকাশঃ অক্টোবর ২৩, ২০২৫ সময়ঃ ৪:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৫’। জাতীয় দলের সাবেক ও তারকা ফুটবলারদের নিয়ে গঠিত চারটি দল এ টুর্নামেন্টে অংশ নেবে। সকালে দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের আয়োজনে এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

 

টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। উদ্বোধক থাকবেন সাফজয়ী বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। সভাপতিত্ব করবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের আহ্বায়ক মো. শরীফুল আলমসহ দলীয় নেতৃবৃন্দ।

 

বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম থেকেই মহান স্বাধীনতার ঘোষণা এসেছিল। ফুটবল দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, যার মাধ্যমে তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের উৎসাহিত করা সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে ফুটবলের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে ও জিয়াউর রহমানের স্মৃতি ধরে রাখতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।”

 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও প্রচার কমিটির আহবায়ক ইসরাফিল খসরু, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মিডিয়া কমিটির আহ্বায়ক বিপ্লব দে পার্থ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G