চলছে থিয়েটার সপ্তাহ ২০১৫

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ৫, ২০১৫ সময়ঃ ৮:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

theaসবার উপরে জীবন সত্যস্লোগান সামনে রেখে নাট্যদল থিয়েটারের আয়োজনে  চলছে ‘থিয়েটার সপ্তাহ ২০১৫ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে টানা সাতদিন দলটি নিজেদের প্রযোজিত নাটক মঞ্চস্থ করবেশুক্রবার সন্ধ্যায় ৎসব উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক . আনিসুজ্জামান বছর নাট্যদল থিয়েটার প্রবর্তিত মুনীর চৌধুরী সম্মাননা পেলেন নাট্যচর্চা আন্দোলনের পুরোধা . হামিদ এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতি পদকে ভূষিত হলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক তরুণ সংগঠক আকতারুজ্জামান শনিবার সন্ধ্যা ৭টায় দলটির নতুন নাটকমায়া নদী উদ্বোধনী মঞ্চায়ন হয় নাটকটির রচনা নির্দেশনায় রয়েছেন মারুফ কবির ডিসেম্বর মঞ্চায়ন হবেকুহকজাল এটি রচনা করেছেন মাসুম রেজা এবং নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার ডিসেম্বর মঞ্চায়ন হবে নায়লা আজাদ নির্দেশিত নাটকমুক্তধারা সৈয়দ শামসুল হক রচিত আবদুল্লাহ আলমামুন নির্দেশিতপায়ের আওয়াজ পাওয়া যায়প্রদর্শিত হবে ডিসেম্বর পান্থ শাহরিয়ার রচিত ত্রপা মজুমদার নির্দেশিতবারামখানা মঞ্চায়ন হবে ডিসেম্বর সমাপনী দিন অর্থাত্ ১০ ডিসেম্বর বিকাল ৪টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবেথিয়েটার পত্রিকার চল্লিশ বছরশীর্ষক গ্রন্থ নিয়ে আলোচনা সভা সভায় প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী থিয়েটার পত্রিকার প্রতিষ্ঠাকালীন সহসম্পাদক আসাদুজ্জামান নূর এদিন সন্ধ্যায় মঞ্চায়ন হবে আবদুল্লাহ আলমামুন রচিত নির্দেশিত থিয়েটারের বহুল আলোচিত নাটকমেরাজ ফকিরের মা প্রতিদিন নাটকের প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭টায় এবং প্রদর্শনীর আগে হল কাউন্টারে টিকিট পাওয়া যাবে

প্রতিক্ষণ/এডি/এস. আর. এস

 

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G