অজ্ঞানপার্টির খপ্পরে সাংবাদিক ইনজামাম

প্রকাশঃ জানুয়ারি ৭, ২০১৬ সময়ঃ ২:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২২ অপরাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি

Presentation1বাগেরহাটের বাংলানিউজ টোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট সরদার ইনজামামুল হক অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন বলে জানা যায়।

বৃহস্পতিবার সকালে অচেতন অবস্থায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বুধবার রাতে ঢাকা থেকে বাগেরহাট যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এসময় অজ্ঞানপার্টির লোকজন তার সঙ্গে থাকা ল্যাপটপ, মোবাইল ফোন, মানিব্যাগ নিয়েগেছে। ঢাকার সায়েদাবাদ থেকে পিরোজপুরগামী একটি বাসে করে বাগেরহাটের উদ্দেশে রওনা হন ইনজামাম।

বাসটি বাগেরহাট পার হয়ে পিরোজপুর পৌঁছার পর বাসের কর্মীরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে আবার বাগেরহাট বাস টার্মিনালে নিয়ে আসেন। পরে সেখান থেকে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুণ কুমার মন্ডল জানান, হাসপাতালে আনার পর ইনজামামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তার অবস্থা মোটামুটি ভালো। আশাকরি অল্পসময়ের মধ্যে তার জ্ঞান ফিরে আসবে।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

November 2025
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
20G