অবরোধ হরতালে ক্ষতির মুখে পেয়াজ চাষীরা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৫ সময়ঃ ৮:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০০ অপরাহ্ণ

কৃষি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

piajটানা হরতাল ও অবরোধে পাইকারী ব্যবসায়ীদের দেখা নেই। ফলে চলতি বছরে মেহেরপুরে পেঁয়াজের বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। এতে লোকসানের ভয়ে ক্ষেত থেকে পেঁয়াজ তুলতে সাহস পাচ্ছেন না চাষী। ফলে কৃষকদের চোখের সামনেই উৎপাদিত ফসল নষ্ট হবার আশংকা দেখা দিয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, পরিবহন না পাওয়ায় তারা এখনও পেঁয়াজের ব্যবসা শুরু করতে পারেনি। জেলায় প্রতি বছর সুখ সাগর ও তাহিরপুরি জাতের পেঁয়াজের চাষ হয়। চলতি মৌসূমে প্রায় ১ হাজার ৬৯৫ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। যা থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এখন জমি থেকে পেঁয়াজ উত্তোলনের উপযুক্ত সময় অতিবাহিত হচ্ছে।

আবহাওয়া অনূকুলে থাকায় বাম্পার ফলনও হয়েছে । জেলার বিভিন্ন মাঠে উৎপাদিত এসব পেয়াজের বিরাট একটি অংশ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। কিন্তু ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালের কারণে ক্ষেত থেকে পেঁয়াজ তুলতে পারছেনা কৃষকেরা। ফড়িয়ারাও পেঁয়াজ কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। দীর্ঘ দিন এ অবস্থা চলতে থাকলে কৃষকদের চোখের সামনে জমিতেই নষ্ট হবে কষ্টের ফসল। এছাড়াও জমিতে বেশি দিন পেঁয়াজ রাখলে খরচের পাশাপাশি ফলনও কমে যাবে অনেকটাই ।

কৃষকরা জানায়, এক সময় সুখ সাগর জাতের পিয়াজের বীজ ভারত থেকে আনা হলেও এখন কৃষকরা নিজেরাই এ বীজ তৈরি করে চাষ করছেন। এ জাতের পিয়াজ চাষ করে বিঘা প্রতি ১৫০ থেকে ১৭০ মন ফলন হয়ে থাকে। খরচ হয় বিঘা প্রতি ৩৫ থেকে ৪০ হাজার টাকা। ভাল দাম পেলে বিঘা প্রতি ৭০ থেকে ৮০ হাজার টাকার পেঁয়াজ বিক্রি করেন কৃষক। গত বছরে ভারত থেকে এলসি আসায় পিয়াজ চাষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক। সেই ক্ষতি পোষাতে এবারও পেঁয়াজ চাষ করলেও টানা অবরোধে মরার উপর খড়র ঘা হয়ে দাড়িয়েছে।

প্রতি বছর পেঁয়াজ মৌসূমের এ সময়টাতে প্রতি দিন ১৫ থেকে ২০ ট্রাক পিঁয়াজ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। কিন্তু টানা অবরোধ আার হরতালের কারণে এখনও ব্যবসা শুরুই করতে পারেনি তারা। ২০ হাজার টাকার পরিবহন খরচ এখন ৪৫ থেকে ৫০ হাজার টাকা। তারপরও পরিবহনের জন্য পাওয়া যাচ্ছে না যানবাহন।

সঠিক সময়ে পেঁয়াজ উত্তোলন করতে না পারলে জমিতেই নষ্ট হবে। দ্রততম সময়ে সমস্যার সমাধান না হলে ক্ষতিগ্রস্ত হবে জেলার কৃষকরা।

প্রতিক্ষণ/এডি/সবুজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G