সজল-মেহজাবীনের ‘বৈরী বাতাস’

প্রথম প্রকাশঃ মে ১০, ২০১৫ সময়ঃ ৬:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

sojolবিনোদনের জগতে বিশেষ করে নাটকের ক্ষেত্রে অভিনেতা সজল আর মেহজাবিনের পরিচয় নতুন নতুন করে দেবার কিছু নেই । দুজন একসাথে কাজও করেছেন অনেক নাটকে । কিন্তু এবারের ঈদে এই দুই জনকেই ভিন্ন চরিত্রে দেখবে দর্শকরা। একদিকে চাচাতো ভাই বোন, আবার হবু স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন সজল ও মেহজাবীন।

সরদার রোকনের পরিচালনায় ‘বৈরী বাতাস’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তারা। বৈরী বাতাস নাটকটি ইতোমধ্যে পুবাইল এবং ঢাকার বিভিন্ন স্থানে শুটিং সম্পন্ন হয়েছে। সজল ও মেহজাবীন ছাড়াও নাটকে অভিনয় করেছেন মনিরা মিঠু। নাটকটি ঈদে প্রচার করা হবে বলে জানা যায়।

নাটকের গল্প থেকে জানা যায়, শহর থেকে লেখাপড়া শেষ করে গ্রামে যায় সজল। বিদেশে যাওয়ার সুযোগ থাকলেও গ্রামের উন্নয়নে কাজ করতে চায় সে। পাশের বাড়ীর চাচাতো বোন মেহজাবীনের সঙ্গে বিয়ের কথাবার্তা শুরু হলে হঠাৎই বদলে যায় সজল। বিয়ে না করে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কি কারনে এই পরিবর্তন- জানা যাবে নাটকের শেষ দৃশ্যে।

 

প্রতিক্ষণ/এডি/নুর/বাদল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G