এফআইআর নথিভুক্ত করতে কিছু প্রমাণের প্রয়োজন: সানাউল্লাহ

প্রকাশঃ নভেম্বর ৮, ২০২২ সময়ঃ ৫:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৩ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হামলার ঘটনার পর আজ সংবাদ সম্মেলনে পাক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, “তথ্য প্রতিবেদন (এফআইআর) নথিভুক্ত করার জন্য কিছু ধরণের প্রমাণ থাকতে হবে।’ তিনি পিটিআই প্রধান ইমরান খানকে তার ইচ্ছা অনুযায়ী তার জীবনের উপর হামলা এফআইআর নথিভুক্ত করতে চেয়েছিলেন বলে কটাক্ষ করেন।

মন্ত্রী বলেন, এই যুক্তি দিয়ে কেউ কখনো প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা করতে পারে। পুলিশকে বিশ্বাস করার জন্য কিছু ধরণের প্রমাণ থাকতে হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ-র এমন বক্তব্যের পর ইসলামাবাদের রাস্তায় ইমরানের দলের সমর্থকরা বিক্ষোভে ফেঁটে পড়ে।

স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ কিছু পয়েন্ট উত্থাপন করেন –

পুলিশ অবশেষে ইমরানের উপর হামলার এফআইআর নথিভুক্ত করেছে।

পিটিআই-এর পীড়াপীড়ি সত্ত্বেও সিনিয়র সরকারী, সামরিক কর্মকর্তাদের মামলায় মনোনয়ন দেওয়া হয়নি।

পিটিআই বিক্ষোভ ইসলামাবাদের পিন্ডিতে জনজীবনকে আঘাত করেছে।

পিটিআই লংমার্চ পুনরায় শুরু করার বিষয়ে মিশ্র সংকেত পাঠিয়েছে, বৃহস্পতিবার থেকে লংমার্চ আবার শুরু হবে বলে জানিয়েছে।

সূত্র : পাকিস্তানী পত্রিকা ডন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
20G