ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
সকাল-দুপুর টাপুর টুপুর
ঝড়ব নিজেরাই
এসো বৃষ্টি হয়ে যাই
রবীন্দ্রনাথ, আষাঢ় এলো
কদমডালে ওই
এসো বৃষ্টিফোঁটা হই
একটি মেয়ের চোখের তারায়
মেঘ জমেছে ঢের
এসো বৃষ্টি হবো ফের
এসো বন্ধু নীবিড়ের
এসো বৃষ্টিমালতি
এসো বৃষ্টিঝরাকাল
এসো বিশদ মহাকাল
এসো বৃষ্টি হয়ে যাই
আগের জন্মে মেঘের মিছিল করেছি আমরাই।
লেখক: আদিত্য রুপু
প্রতিক্ষণ/এডি/রাইমান