বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
দেশের গণ্ডি পেরিয়ে কুসুম সিকদার এখন বিদেশে। তিনি এবার গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ ছবির কাজ করতে ওপার বাংলায় গেলেন।
এর মাধ্যমে কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদারের।
আজ মঙ্গলবার থেকে কলকাতার টাকিতে এর দৃশ্যায়ন শুরু হয়েছে। এতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও কুসুম। তাদের মেয়ের চরিত্রে বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে শিশুশিল্পী সাঁঝবাতিকে।
জানা গেছে, সীমান্তের এক বিয়োগান্তক ঘটনা নিয়েই সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য। মেয়ের চিকিৎসার জন্য এক দম্পতি কলকাতায় এলে গল্পের মোড় ঘুরে যায়। ওপার বাংলা থেকে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন দীপঙ্কর দে ও ঊষসী চক্রবর্তী।
উলে্লখ্য এর আগে কুসুম শিকদার এর আগে ‘গহীনের শব্দ’ ও ‘লালটিপ’ নামের দুটি ছবিতে অভিনয় করেছেন।
প্রতিক্ষণ/এডি/সুমন