ক্যান্সার চিকিৎসায় নব-আবিস্কার

প্রকাশঃ ডিসেম্বর ১, ২০১৫ সময়ঃ ১:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৮ অপরাহ্ণ

হেল্‌থ ডেস্ক

cancerজ্বরঠোসার (জ্বরের কারণে ঠোঁটে-মুখের ঘা) জীবাণু ব্যবহার করে ব্রিটিশ বিজ্ঞানীরা এমন এক পদ্ধতি আবিষ্কার করেছেন যার মাধ্যমে ক্যান্সারের টিউমার ধ্বংস করা সম্ভব। এর মধ্য দিয়ে টিউমার ধ্বংসে এই প্রথম কোনো ভাইরাস ব্যবহৃত হবে। ক্যান্সারের চিকিৎসায় পদ্ধতিটি যুগান্তকারী হিসেবে প্রমাণিত হবে বলে বিশ্বাস বিশেষজ্ঞদের।

লন্ডনের ইমপিরিয়াল কলেজের গবেষকরা জ্বরঠোসার জীবাণু হার্পিস সিমপ্লেক্স ভাইরাস থেকে ক্যান্সারের টিউমার নিরাময়ের ওষুধটি আবিষ্কার করেন। তারা আশা করছেন, এই ওষুধ হাজারো মানুষের জীবন বাঁচাতে সফল হবে।

ক্যান্সারের চিকিৎসায় বর্তমানে প্রচলিত ওষুধ ও কেমোথেরাপির মতো পদ্ধতিগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া খুবই ব্যাপক এবং যন্ত্রণাদায়ক। এই ওষুধটি সেসব পার্শ্বপ্রতিক্রিয়াশীল পদ্ধতি ও ওষুধ থেকে রোগীদের রক্ষা করবে।

এখন পর্যন্ত করা পরীক্ষা-নিরীক্ষায় ‘ইমলিজিক’ নামের ওষুধটি সবচেয়ে মারাত্মক ক্যান্সার ‘মেলানোমা’র বিরুদ্ধেও ইতিবাচক ফল দেখিয়েছে। সম্প্রতি প্রকাশিত গবেষণা রিপোর্টে বলা হয়েছে, বড় পরিসরে পরিচালিত ওই গবেষণায় এক-চতুর্থাংশের বেশি ক্যান্সার রোগী ওষুধটি প্রয়োগে তাদের টিউমার ছোট হয়ে ৫ ভাগের এক ভাগ আকারের হয়ে যেতে দেখেছেন। ওষুধটির প্রভাব ৬ মাসেরও বেশি সময় ধরে থাকে।

ইমলিজিক মানবদেহের সুস্থ কোষ থেকে ক্যান্সারের কোষকে আলাদাভাবে সনাক্ত করতে পারে, সেগুলোকে ধ্বংস করতে পারে এবং দেহ যেনো নিজ থেকেই ক্যান্সারের সঙ্গে লড়তে পারে, সেজন্য রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়িয়ে তোলে।

বিজ্ঞানীরা নতুন ওষুধটির কার্যকারিতায় এতোটাই সন্তুষ্ট যে তারা স্তন, মস্তিষ্ক, ঘাড় এবং অন্ত্রের ক্যান্সারের ওপর ওষুধটি পরীক্ষা শুরু করেছেন।

যুক্তরাজ্যের রয়্যেল মার্সডেন হসপিটাল এবং ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চের ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর কেভিন হ্যারিংটনের ভাষায়, পরীক্ষার কিছু কিছু ফলাফল ছিলো ‘বিস্ময়কর’। তিনি বলেন, ‘অতিরিক্ত বড় টিউমারে আক্রান্ত রোগীরাও সুস্থ হয়ে যাচ্ছেন। এদের মধ্যে কারো কারো জন্য সব চিকিৎসা শেষ হয়ে গিয়েছিলো এবং তাদের আয়ুও বেঁধে দেওয়া হয়েছিলো।’

প্রফেসর হ্যারিংটন আশা করছেন, এর মাধ্যমে ক্যান্সার চিকিৎসায় নতুন একটি প্রতিষেধক তৈরি হবে, যা ক্যান্সার চিকিৎসায় প্রচলিত সব ব্যবস্থা পাল্টে দেবে।

ওষুধটি আমেরিকায় ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। ইউরোপের ওষুধ কর্তৃপক্ষও এর পক্ষে ইতিবাচক সাড়া দিয়েছে। আশা করা হচ্ছে যুক্তরাজ্যেও খুব শিগগিরই অনুমোদন পাবে ইমলিজিক।

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G