জনপ্রিয় হচ্ছে সাথী ফসলের চাষ

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৫ সময়ঃ ৮:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৩ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

hillপার্বত্য অঞ্চলে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে সাথী ফসলের চাষ। এই পদ্ধতিতে একই সঙ্গে কয়েকটি ফসলের চাষ করা সম্ভব।

সাথী ফসল পদ্ধতিতে একই জমিতে কলার পাশাপাশি চাষ হচ্ছে মিশ্র সবজির। এমন চাষাবাদে আগ্রহী হয়ে উঠছে পাহাড়ের অনেক কৃষক।

কলার পাশাপাশি সবজি। এক সময় পার্বত্য চট্টগ্রামে এমন চিত্র দেখা না গেলেও কৃষি প্রযুক্তির কল্যাণে বদলে গেছে দৃশ্যপট। পাহাড়ী জমিতে এখন একই জমিতে চাষ হচ্ছে কলা আর মিশ্র সবজির।

অনেক দিন ধরে এ নিয়ে কাজ করেছেন কৃষি গবেষকরা। একসাথে যে দুটি ফসল হয়, সে সম্পর্কে ধারণা দেয়ায় এখন পাহাড়ে বাড়তে শুরু করেছে এ ধরনের মিশ্র চাষ পদ্ধতি। আগ্রহী হচ্ছেন অনেক কৃষক।

এই চাষ বাড়াতে, পার্বত্য তিন জেলায় তিন শতাধিক কৃষকের মাঝে পাঁচ হাজার বারি কলা-৩ এর চারা বিতরণ করেছে কৃষি বিভাগ।

সেই সাথে দেয়া হয়েছে মিশ্র সবজির বীজ। গবেষকরা বলছেন, এমন চাষাবাদে একদিকে যেমন মিটবে পুষ্টির চাহিদা, অন্যদিকে সাশ্রয় হবে জমিরও।

পাহাড়ে সাথী ফসলের এই চাষাবাদ বাড়ানো গেলে তামাক চাষের কারণে সবজি উৎপাদনে যে ঘাটতি তৈরী হয়েছে তা পূরণ করা সম্ভব বলেও মনে করছেন কৃষি গবেষকরা।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
20G