টেকনাফের জঙ্গল থেকে ৯,৮০০ পিস ইয়াবা জব্দ

প্রকাশঃ জানুয়ারি ১০, ২০২৩ সময়ঃ ৬:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪১ অপরাহ্ণ

সুজা তালুকদার চট্টগ্রাম থেকে

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন টেকনাফ পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টেকনাফ বাজার সংলগ্ন এলাকা থেকে ৯,৮০০ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড ।

আজ ১০ জানুয়ারি রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালিয়ে ২ জন মোটরসাইকেল আরোহীকে টেকনাফ বাজার হতে মেরিন ড্রাইভ মুখী এলাকায় এসে থামতে দেখা যায়।

তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে কোস্ট গার্ড সদস্যগণ। পরে থামার জন্য সংকেত দেয় কোস্ট গার্ড। কিন্তু মোটরসাইকেল আরোহীরা বিপদ বুঝতে পেরে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্য কর্তৃক উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে জঙ্গল এর ভিতর হতে ১টি হলুদ রঙের ব্যাগ থেকে ৯,৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

কোস্ট গার্ড পূর্ব জোন ধারণা করছে পাচারকারীররা লুকিয়ে রেখে যাওয়া ইয়াবা নিতে উক্ত স্থানে আগমন করছিল। জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
20G