ঢাকাই চলচ্চিত্রে পরীমনি নামটাই তো একটা সংবাদ। সেটা যদি হয় তার ব্যক্তি জীবনের তাহলে তো কথাই নেই। আগামী ২৪ অক্টোবর তার জন্মদিন। আজ সোমবার (১৭ অক্টোবর) পরীমনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস পোষ্ট করলেন। মুহূর্ত্লেই পোষ্টটি ভাইরাল হয়ে গেল। লিখেন, ‘নিজেকে গিফট করলাম। অ্যাডভান্স হ্যাপি বার্থডে পরী। আমি একটা আইফোন ফ্রিক।’
বাংলা চলচ্চিত্রের গ্লামার কন্যা পরীমনির জন্মদিন মানেই তো জমকালো বিশেষ আয়োজন। আর মাত্র কয়েকদিন পরই এই নায়িকার জন্মদিন। ২০২২ সালের জন্মদিনে পরীর সঙ্গে যোগ হয়েছে পরিবারের নতুন সদস্য রাজ্য। জন্মদিনে কী আয়োজন থাকছে, তা এখনই জানাচ্ছেন না পরী। কিন্তু জন্মদিনের আগেই নিজেকে নিজেই পুরষ্কার দিলেন।