পবিত্র মিরাজ আগামী ৪ মে

প্রকাশঃ এপ্রিল ৯, ২০১৬ সময়ঃ ১১:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

lailatul-merajপবিত্র লাইলাতুল মিরাজ আগামী (৪ মে বুধবার) দিবাগত রাতে সারা দেশে উদযাপিত হবে। আজ থেকে শুরু হয়েছে রজব মাস। গতকাল (শুক্রবার ৮ এপ্রিলে) পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পবিত্র লাইলাতুল মিরাজের এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ওই সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদ বিজ্ঞপ্তির সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আমজাদ আলী,  সভায় প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বিটিভির পরিচালক (প্রশাসন) শাখাওয়াত হোসেন, আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রহমান, স্পারসোর সিএসও মো. শাহ আলম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলাম, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহি জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহি জামে মসজিদের খতিব মাওলানা আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/জেআই

===========

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
20G