পুতিন প্রশিক্ষণের জন্য ক্ষেপণাস্ত্র জাহাজ পাঠিয়েছে আটলান্টিক মহাসাগরে

প্রকাশঃ জানুয়ারি ৫, ২০২৩ সময়ঃ ৪:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০১ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার আটলান্টিক ও ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগরে এক প্রশিক্ষণ মিশনে নতুন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত যুদ্ধজাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পুতিনের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার বার্তা সংস্থাগুলো বলেছে, ‘আমি নিশ্চিত যে এ ধরনের শক্তিশালী অস্ত্র রাশিয়াকে সম্ভাব্য বাহ্যিক হুমকি থেকে বিশ্বস্তভাবে রক্ষা করা সম্ভব এবং আমাদের দেশের জাতীয় স্বার্থ

নিশ্চিত করতে সহায়তা করবে।’
পুতিন বলেন, ‘আমরা আমাদের সশস্ত্র বাহিনীর লড়াইয়ের সম্ভাবনা বিকাশের কাজ অব্যাহত রাখবো।’

তিনি আরো বলেন, এ জাহাজে থাকা জিরকন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ‘সমতুল্য কিছু নেই’।
খবরে বলা হয়, পুতিন এবং প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মিশন উদ্বোধনের

একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শোইগু বলেন, ‘এ মিশনের মূল উদ্দেশ্য হবে রাশিয়ার প্রতি হুমকি মোকাবেলা এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর

সাথে একত্রে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করা।’
তিনি বলেন, ‘মহড়ায় হাইপারসনিক অস্ত্র এবং দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করার বিষয়ে ক্রুদের

প্রশিক্ষণ দেওয়া হবে।’

শোইগু বলেন, জিরকন ক্ষেপণাস্ত্র যেকোনো আধুনিক বা ভবিষ্যত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরাস্ত করতে সক্ষম। এটি ‘সমুদ্র ও স্থলভাগে শত্রুর বিরুদ্ধে সুনির্দিষ্ট ও শক্তিশালী হামলা চালাতে পারে।

এ জাহাজের ব্যাপারে জানতে চাইলে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র  নেড প্রাইস বলেন, ‘এমন অপ্রচারমূলক মহড়ার বিষয়ে আমল দেওয়া আমাদের প্র্যাকটিস নয়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
20G