ফখরুলের মেডিকেল রিপোর্ট আদালতে জমা

প্রকাশঃ জুলাই ১২, ২০১৫ সময়ঃ ৭:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

রিপোর্টসুপ্রিমকোর্টের আদেশ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্যের পরীক্ষার একটি প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার বিকেলে এ প্রতিবেদনটি জমা দিয়েছেন।

ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওনও বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগ পল্টন থানায় পুলিশের করা পৃথক তিন মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশের ওপর আদেশ দেবেন।

গত ৯ জুলাই আপিল বিভাগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্যের পরীক্ষা করে একটি প্রতিবেদন আদালতে জমা দিতে নির্দেশ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। সে হিসেবে আজ বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ এ প্রতিবেদন জমা দেয়।

উল্লেখ্য, পল্টন থানায় করা পৃথক তিন মামলায় গত ২১ জুন হাইকোর্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত। সে আদেশের স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির কাছে গেলে, চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G