৫টি লক্ষণ আপনাকে জানিয়ে দেবে আপনার ত্বকের আর্দ্রতা কমছে কি না

প্রকাশঃ অক্টোবর ২১, ২০২২ সময়ঃ ৩:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৮ পূর্বাহ্ণ

সংগ্রহ 

বিভিন্ন কারণে ত্বক নিজস্ব আর্দ্রতা হারাতে থাকে। কোন লক্ষণ দেখে তা বুঝবেন? অনেকেই ধারণা, মৌসুমের প্রকার ভেদে ত্বকের সমস্যার পার্থক্য দেখা যায়। ত্বক বিশেষজ্ঞরা অবশ্য এর সঙ্গে একমত নন। ত্বকে যদি কোনও সমস্যা থেকে থাকে, তা সব সময়েই থাকে।

কোনও কোনও মৌসুমে তা মাথাচাড়া দিয়ে ওঠে। এই যেমন ত্বকের আর্দ্রতা হ্রাস পাওয়া। গ্রীষ্মে এই সমস্যা বেশি দেখা গেলেও, বর্ষাতেও কিন্তু শুকিয়ে যেতে পারে ত্বক। সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি ত্বকের উপর ক্ষতিকর প্রভাব ফেলে।

ত্বক আর্দ্রতা হারাতে শুরু করে। তা ছাড়া, অফিস যাওয়া-আসাও সময়টাতেও এর প্রভাব পড়ে। দীর্ঘ ক্ষণ ধুলা-বালির বাতাস, ‍বৃস্টির পানি বা প্রচন্ড গরমের মতো পরিবেশে কাটাতে হয়। পর্যাপ্ত আর্দ্রতার অভাবে ত্বকে অল্প বয়সেই ভাঁজ পড়ে যাচ্ছে।

কী ভাবে বুঝবেন ত্বক আর্দ্রতা হারাচ্ছে?

১) ত্বকে র‌্যাশ, চুলকানি, ব্রণ হওয়া।

২) ত্বক অতিমাত্রায় স্পর্শকাতর হয়ে যাওয়া। ত্বকে লালচে ভাব, মেচেতার উপদ্রব।

৩) বলিরেখা, চোখের তলায় কালি পড়ে যাওয়া।

৪) ত্বকের ঔজ্জ্বল্য হ্রাস পাওয়া। ত্বক ক্রমশ নিস্তেজ হয়ে পড়া।

৫) আর্দ্রতাহীন ত্বক অতিমাত্রায় শুষ্ক হয়ে পড়ে। শুষ্ক ত্বকে নানা রকম লালচে দাগ ছোপ আসা।

সংগ্রহ 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
20G