মার্কিন নজরদারি বিমানের ছয় মিটারের মধ্যে চীনের যুদ্ধবিমান 

প্রকাশঃ ডিসেম্বর ৩০, ২০২২ সময়ঃ ২:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৫ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

মার্কিন সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, ভিডিওতে দেখা যাচ্ছে একটি চীনা জে-১১ জেট বিপজ্জনকভাবে দক্ষিণ চীন সাগরের উপর মার্কিন নজরদারি বিমানের কাছাকাছি উড়ছে। একটি চীনা যুদ্ধবিমান এই মাসের শুরুর দিকে উত্তপ্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দক্ষিণ চীন সাগরের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি নজরদারি বিমানের ছয় মিটার (২০ ফুট) মধ্যে উড়েছিল।

ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের মতে, ২১শে ডিসেম্বর একটি চীনা জে-১১ ফাইটার পাইলট একটি “অনিরাপদ” কূটকৌশল অবলম্বন করে একটি ইউএস এয়ার ফোর্সের আরসি-১৩৫ বিমানকে আটকানোর সময় এই ঘটনার একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে৷

এনকাউন্টারের ফুটেজে দেখা যাচ্ছে চীনা জেট ফাইটার অনেক বড় নজরদারি বিমানের নাকের কয়েক মিটারের মধ্যে উড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তার পাইলটকে সংঘর্ষ এড়াতে “ভ্রান্তিমূলক” ব্যবস্থা নিতে বাধ্য করেছিল।

মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়েছে, “আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত অপারেশন পরিচালনা করার সময় তাদের বিমান “আইনসম্মতভাবে” উড়ছিল। মার্কিন ইন্দো-প্যাসিফিক জয়েন্ট ফোর্স একটি মুক্ত এবং উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য নিবেদিত এবং আন্তর্জাতিক আইনের অধীনে সমস্ত জাহাজ এবং বিমানের সুরক্ষার জন্য যথাযথ সম্মানের সাথে সমুদ্রে এবং আন্তর্জাতিক আকাশসীমায় উড়তে,  আকাশে উড়া এবং পরিচালনা করা চালিয়ে যাবে। আমরা আশা করি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সমস্ত দেশ নিরাপদে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহার করবে,” বিবৃতিতে যোগ করা হয়েছে “

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G