মার্কিন যুক্তরাষ্ট্রে তুষার ঝড়, লোকজন তুষার পরিস্কার শুরু করেছে

প্রকাশঃ ডিসেম্বর ২৯, ২০২২ সময়ঃ ১:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

শক্তিশালী শীতকালীন ঝড় উত্তর আমেরিকাকে আঘাত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যে আরও প্রাণহানি ঘটিয়েছে বলে তথ্য দিয়েছে স্থানীয় কর্মকর্তারা। ঝড় থেমে যাবার পর লোকজন জমে থাকা তুষার পরিস্কার করতে কাজ শুরু করেছে। ১৯৭৭ সালের পর এটা ছিল আমেরিকার ইতিহাসে বড় চেয়ে ভয়ঙ্কর তুষার ঝড়।

কাউন্টির নির্বাহী মার্ক পোলোনকারজ বুধবার বলেছেন, এরি কাউন্টিতে কমপক্ষে ৩৪ জন মারা গেছে, যার মধ্যে বাফেলো শহর রয়েছে। কর্তৃপক্ষ এখনও নিহত তিনজনের পরিচয় জানার চেষ্টা করছে।

ছুটির সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে যে ঝড় বয়ে গেছে তাতে আটটি রাজ্যে কমপক্ষে 60 জন মারা গেছে।

১৯৭৭ সালের কুখ্যাত বাফেলো তুষারঝড়ের তুলনায় গত কয়েক দিনে এরি কাউন্টিতে এখন বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে, সেই ঝড়ে ২৯ জন মারা গিয়েছিল।

বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে মিঃ পোলোনকার্জ বলেন, “এটি একটি ভয়ঙ্কর ঝড়, যার ফলে অনেক মৃত্যু হয়েছে।”

তবে নিউইয়র্ক সহ – মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলির অবস্থার উন্নতি হতে শুরু করেছে।

সূত্র : বিবিসি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
20G