মিশরী পুলিশের উপর হামলা, নিহত ৩- আহত ৪

প্রকাশঃ ডিসেম্বর ৩১, ২০২২ সময়ঃ ১২:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৪ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

মিশরের সুয়েজ ক্যানাল সিটি ইসমাইলিয়ায় বন্দুক হামলায় ৩ পুলিশ সদস্য নিহত ও আরো চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। নিরাপত্তা ও হাসপাতাল সূত্রে এ কথা জানা গেছে। খবর এএফপি’র।
মিশরী পুলিশের ভাষ্য মতে, শুক্রবার নগরীর একটি আবাসিক এলাকার চেকপয়েন্টে দুজন  সশস্ত্র ব্যক্তি পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ পাল্টা হামলা চালালে একজন হামলাকারী নিহত ও অপরজন পালিয়ে যায়।

নিরাপত্তা সূত্র হামলার ধরনকে ‘সন্ত্রাসী কর্মকান্ড’ হিসেবে উল্লেখ করে বলেছে, মিশরের মূল ভূখন্ডে প্রায় তিন বছরের মধ্যে এটি এ ধরনের প্রথম হামলা। হাসপাতাল সূত্র থেকেও হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।
হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

উল্লেখ্য, মিশরে ২০১৩ সালে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে অস্থিরতা চলছে।

সূত্র : এএফপি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

November 2025
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
20G