যত্তোসব ভন্ড!

প্রকাশঃ নভেম্বর ১, ২০১৫ সময়ঃ ১২:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

shakilপ্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সন্ত্রাসী হামলায় আহত প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেলে মুক্তমনা লেখক-প্রকাশক খুন হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেখানে উপস্থিত বাম নেতা-কর্মীরা। সেখান থেকে ফিরে তিনি তার ফেসবুক ওয়ালে বামদের নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেন। পাঠকদের সুবিধার্থে তার দেয়া স্ট্যাটাসটি হুবুহু তুলে দেয়া হল।

আমাদের বুড়ো ভাম (বাম) গুলো কি আর মানুষ হবেনা? ছাত্রলীগের প্রায় পাচঁশ কর্মী যখন ঢাকা মেডিকেল হাসপাতালে আহত প্রকাশক-ব্লগারদের জন্য রক্ত দিতে প্রস্তুত তখন ওরা ছয়-সাত জন ব্যস্ত নিউজ আইটেম হতে।

তোমাদের নেতারা সমাজতন্ত্রের বুলি চপকায় আর ছেলে পড়ায় আমেরিকায়।

শুধু বলি, আবার তোরা মানুষ হ!

ক্ষমা মহত্ত্বের লক্ষন। শিখিয়েছেন পিতা বঙ্গবন্ধু।

শেখ হাসিনা আছেন বলেই তোমাদের ভামের নামে ধাপ্পাবাজি। সুশীল সাজো? ছাত্রলীগ না থাকলে বুঝতে কতো ধানে কতো চাল!

যত্তোসব ভন্ড!

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
20G